চাচা বলে খবিশ নিয়ে, পড়েছি মরণ ফাঁদে
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ০১ জুলাই, ২০১৩, ০৫:২৬:৫৫ বিকাল
একসময়কার সোনারবাংলাদেশ ব্লগের জনপ্রিয় ও আমার অত্যন্ত প্রিয় একজন ব্লগার সুমাইয়া বরকতউল্লাহর চমৎকার একটি রম্য কবিতা পড়লাম আমার কাছে খুবই ভাল লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম...
চাচা বলে খবিশ নিয়ে, পড়েছি মরণ ফাঁদে -সুমাইয়া বরকতউল্লাহ্
চাচির সাথে চাচার কেন, হয় না জানি মিল
শব্দ শুনি চার তলাতে, ধুন্ধুমাধুম কিল
চাচি টানে লুঙ্গি ধরে, চাচায় টানে চুল
চাচির মুখে বকবকানি, চাচায় দেখায় শূল
হঠাৎ করে শব্দ আসে, `বাঁচা আমারে বাঁচা'
গিয়ে দেখি বেন্দা হাতে, দাঁড়িয়ে আছে চাচা
বেন্দার তলে চাচি বসে, বিলাপ করে কাঁদে
চাচা বলে খবিশ নিয়ে, পড়েছি মরণ ফাঁদে
চাচা-চাচির ঝগড়াঝাটি, হয়নারে আর বাসী
তিরিশ বছর এমনি করে, থাকছে পাশাপাশি
রম্য ছড়াটির মূলে যেতে চাইলে এখানে ক্লিক করেন
বিষয়: বিবিধ
২০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন