নতুন ব্লগের প্রতি নতুন ব্লগারের কিছু পরামর্শ
লিখেছেন লিখেছেন ওমেগা পয়েন্ট ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:২৪:২৩ রাত
টুডে ব্লগ একটি নতুন ব্লগ হিসেবে বেশ দ্রুতই অনেক ব্লগার পেয়ে গেছে, যা একটি আশার দিক। আশা করব খুব দ্রুতই এটি দেশের প্রথম সারির ব্লগ হিসেবে পরিচিতি পাবে। সোনার বাংলাদেশ ব্লগ বন্ধ হয়ে যাওয়ার পর সুস্থ ধারার ব্লগের একটা যে অভাব বোধ হচ্ছিল টুডে ব্লগের মাধ্যমে সেই অভাব অনেকটাই দূর হয়েছে। আমাদের দেশের বেশিরভাগ ব্লগেই গালাগালি ও অশ্লীলতার যে চর্চা চলছে তা থেকে টুডে ব্লগ সুন্দর থাকবে বলেই আশা করা যায়।
তবে নতুন ব্লগ হিসেবে টুডে ব্লগে যে পরিমাণ ব্লগার ও ভিজিটর দেখা যাচ্ছে ব্লগ পোষ্টগুলোতে সেই পরিমাণ বৈচিত্রপূর্ণ লেখা পাওয়া যাচ্ছেনা বলে আমার কাছে মনে হয়। তাই ব্লগারদের কাছে অনুরোধ থাকবে রাজনীতি, দর্শন, ধর্ম, ইত্যাদি হাজারো বৈচিত্রময় বিষয় নিয়ে বিভিন্ন্ দৃষ্টিকোণ থেকে পোষ্ট দিতে, তাহলে ব্লগের পরিবেশ আরো জমজমাট হয়ে উঠবে ও ব্লগ আরো গতিশীতা পাবে।
আর মডারেটরদের কাছে এখন পর্যন্ত তেমন কিছু বলার নেই, শুধু দুটি বিষয়ে দৃষ্টি আকর্ষণী দিবঃ
১. ব্লগের সুন্দর একটি ব্যানার যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিন। সুন্দর একটি ব্যানার ব্লগের সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করবে।
২. ব্লগাররা যেসব পোষ্টে কমেন্ট করবেন সেগুলোকে ওয়াচলিষ্টে বা পর্যবেক্ষণে রাখার সুবিধা চালু করা দরকার এতে কমেন্টকারী পরবর্তীতে ঐ পোষ্টে অন্যরা কি কমেন্ট করলো তা সহজেই দেখতে পারবে এবং চাইলে নিজেও সেই আলোচনায় অংশ নিতে পারবে।
টুডে ব্লগ একটি সুন্দর ও গতিশীল ব্লগিং প্লাটফরমে পরিণত হোক এই শুভকামনা থাকল
প্রথম পোষ্ট হিসেব লেকচার বোধহয় বেশিই দিয়ে ফেললাম
বিষয়: বিবিধ
৯৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন