আজকের মিলন মেলা বাকপ্রবাস-এ বাড়ীতে

লিখেছেন লিখেছেন মিলন মেলা ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৫৭:৪৮ বিকাল



সুজন, আস্সালামু আলাইকুম।

টুডে ব্লগের প্রতি শনিবারের আয়োজনঃ মিলন মেলা।

মিলন মেলা হলো কতিপয় রুচিশীল ব্লগারদের আড্ডা ধর্মী সাপ্তাহিসক আসর। আর জ্ঞানপিপাসুদের জমজমাট আসর। আপনিও আসতে পারেন আমাদের সাথ আর মাত্র ১ঘন্টা পর। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

আর হ্যাঁ! আজকের মিলন মেলা বসার কথা ছিল ব্লগার আবু আশফাক-এর ব্লগ বাড়ীতে। কিন্তু তার পিসিতে সমস্যা থাকায় আয়োজনে অপারগতা প্রকাশ করাতে মিলন মেলার আসর বসবে ব্লগার "বাকপ্রবাস" এর ব্লগ বাড়ীতে।

আসুন! সবাই মিলে মাতিয়ে তুলি বাকপ্রবাসের ব্লগ আঙিনা। ধন্যাবাদ সবাইকে।

বিষয়: বিবিধ

১৫৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File