আগামী কাল মিলন মেলাঃ আপনি আমন্ত্রিত

লিখেছেন লিখেছেন মিলন মেলা ৩০ আগস্ট, ২০১৩, ০৭:০০:৩২ সন্ধ্যা



টুডে ব্লগে প্রতি শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় বসে মিলন মেলা।

@ মিলন মেলা একদল রুচিশীল ব্লগারের জমজমাট আড্ডা।

@ মিলন মেলা একদল জ্ঞান পিপাসু ব্লগারের জ্ঞান চর্চার প্লাটফরম।

@ মিলন মেলা একদল ব্লগারের মতবিনিময়ের ব্যতিক্রমী আয়োজন।

মিলন মেলাতে আমরা যে সব নিয়ম মেনে চলি, তা পড়লে আপনিও অনায়াসে সেই মিলন মেলাতে হাজির হতে স্বাচ্ছন্দবোধ করবেন।

মিলন মেলার পুরাতন আসর গুলো সম্পর্কে আপনি ধারণা নিতে পারেন "মিলন মেলা পোষ্ট ও মিলন মেলা সমাচার @ একসাথে এক ক্লিকে"

অতএব আপনি আসুন আমাদের সাথে আগামী কাল শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় টুডে ব্লগে। আপনাকে সাদর আমন্ত্রন জানাচ্ছি টুডে ব্লগের পাতায়।

বিষয়: বিবিধ

১৪২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File