RoseRoseমিলন মেলা পোষ্ট {১২} Rose বিষয়ঃ রামাদ্বান ও রোযা RoseRose

লিখেছেন লিখেছেন মিলন মেলা ০৬ জুলাই, ২০১৩, ০৭:০০:১৭ সন্ধ্যা



আহলান সাহলান-মাহে রামাদ্বান।

সুজন, আস্সালামু আলাইকুম। রাহমাত, মাগফিরাত আর নাযাতের মাস-মাহে রামাদ্বান এসে কড়া নাড়ছে আমাদের সকলের দোরগোড়ায়। ক্যালেন্ডারের বিবরণ অনুযায়ী জুলাই মাসে প্রথম দশকেই আমরা স্বাগত জানাবো মাহে রামাদ্বানকে। কুরআনে আল্লাহ বলছেনঃ “রামাদ্বান মাস! যে মাসে কুরআন নাযিল করা হয়েছে।” এবং বলেছেনঃ “হে ঈমানদারগন! তোমাদের উপর রোযা ফরজ করা হয়েছে, যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে করে করে তোমরা মুত্তাকী হতে পারো।”

সুপ্রিয় ব্লগার ভাই ও বোন, শুভেচ্ছা নিন। মিলন মেলার আজকের বিষয়ঃ রামাদ্বান ও রোযা। আমরা এ বিষয়ে মতামত রাখবো দিল উজাড় করে অকৃপন ভাবে। পুরো একমাস যেহেতু আর মিলন মেলা বসবেনা, সেহেতু অগ্রিম বলে দেবো অনেক কিছু। ঈদের আনন্দ নিয়ে আবার শুরু হবে মিলন মেলার বিরতি পরবর্তী আসর। অতএব আসুন আমরা আলোচনা করিঃ

ক. রামাদ্বান অন্যান্য মাসের চেয়ে মহাত্বময় হওয়ার কারণ।

খ. রোযা কেন রাখি? রোযা ফরয কখন হলো? রোযা ফরয হওয়ার আগে মুসলমানরা কি ইবাদত করেছেন, যার মাধ্যমে তারা বেহেশতে যাবেন?

গ. রোযা আমাদের কি শিখতে বলে?

ঘ. রামাদ্বান মাস আমরা কিভাবে অতিবাহিত করবো (সম্ভাব্য রুটিন)?

ঙ. কুরআন কি? কুরআন তেলাওয়াত ছাড়া আমাদের আর কি কি কাজে লাগতে পারে?

আর দেরী নয়। শুরু হোক আজকের আসর। সবার জন্য শুভ কামনা।

বিষয়: বিবিধ

২০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File