মিলন মেলা পোষ্ট {০৬) বিষয়ঃ নামায এবং নামাযের সমাজ
লিখেছেন লিখেছেন মিলন মেলা ২৫ মে, ২০১৩, ০৭:০০:১৭ সন্ধ্যা
আস্সালামু আলাইকুম।
সুজন! সালামান্তে শুভেচ্ছা। আজ আপনি সকল ওয়াক্তের নামায পড়েছেন কি? যদি কোন নামায বাকী থাকে, তাহলে উঠুন! প্রথমে নামায পড়ে নিন এবং পর ব্লগিং করুন । টুডে ব্লগ আর মিলন মেলাকে বলনুঃ সরি! আমার নামায আছে।
হ্যাঁ! আজকের বিষয়ঃ নামায এবং নামায অনুযায়ী সমাজ।
নামায সময় মতো আদায় করা সকল মুসলমানের উপর ফরয। আর ঐ নামায আদায় করতে হবে মসজিদের গিয়ে রুকুকারীদের সাথে। নামায আপনাকে সকল ধরণের অশ্লীল আর খারাপ কর্ম থেকে বিরত রাখবে।
অপর দিকে রয়েছে নামাযের সীমাহীন শিক্ষা। নামাযের শিক্ষা অনুযায়ী সমাজ গড়েছিলেন প্রিয় নবী মুহাম্মদ সা. মদীনাতে। নামাযের শিক্ষায় গড়া সমাজ পরিণত হয়েছিল "খাইরুল কুরুন তথা সর্বোৎকৃষ্ট জামানায়"।
আসুন! আজ আমরা আলোচনা করি নামাযের বিভিন্ন দিক নিয়ে। আলোচনা করি নামাযের সমাজ গঠিত হলে কি উপকার রয়েছে আর কিভাবে আমরা সে সমাজ গড়ে তুলতে পারি।
তাহলে আর দেরী নয়। শুরু হোক আজকের মিলন মেলা। সবার জন্য শুভ কামনা।
লক্ষনীয়ঃ
মিলন মেলার নিয়ম সেই আগের মতো। মিলন মেলা একদল রুচিশীল, জ্ঞানপিপাসু ব্লগারের জমজমাট আড্ডা।
মিলন মেলার পূর্ববর্তী আসর গুলো সম্পর্কে জানতে ক্লিক করুন।
বিষয়: বিবিধ
১৭৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন