শান্তিপূর্ণ হরতাল চাই, ভাংচুর, অগ্নিসংযোগ হলে কঠোর হস্তে দমন চাই!

লিখেছেন লিখেছেন নারী নেতৃত্ব হারাম ২৫ মার্চ, ২০১৩, ০৪:৫০:৫৫ বিকাল

হরতাল গত ক'দিন একটা রুটিন হয়ে দাড়িয়েছে। যেহেতু হরতাল একটা গনতান্ত্রিক অধিকার তাই যে কেউ এটা করতে পারে। কিন্তু অনেকেই ভুলে যান শান্তির কথা। হরতালে শুধু গাড়ী পোড়ানো সরকারী সম্পাদ নষ্ট করা ইত্যাদি একটা নিয়ম হয়ে দাড়িয়েছে। সেই সাথে যোগ হয়েছে একে অপরের প্রতি অবিশ্বাস। সরকার দেয় বিরোধী দলের দোষ আর বিরোধী দল দেয় সরকারের দোষ। কিন্তু প্রকৃত দোষ কার সেটার খবর কেউ রাখে না। আমরা পরিচিকার পেছনে শুধু ছুটি কারন আমরা যে দল করি। তাই দলের নেতার হুকুম তামিল করা ছাড়া প্রতিবাদ করতে পারি না।

যাই হোক শান্তিপূর্ণ হরতাল দেশবাসী কামনা করে। তাই বলে কেউ শান্তি ভঙ্গ করলে সেটা কঠোর হস্তে দমন হওয়া বাঞ্ছনিয়।

বিষয়: বিবিধ

১০৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File