হেফাজতের তাণ্ডবে পল্টন-মতিঝিলে ধ্বংসস্তূপ

লিখেছেন লিখেছেন নারী নেতৃত্ব হারাম ০৬ মে, ২০১৩, ০৪:৫৬:০২ বিকাল

হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থকেরা গতকাল রোববার বিকেল থেকে আজ সোমবার ভোর পর্যন্ত রাজধানীর মতিঝিল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা মোড় ও ফকিরাপুল এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছেন। তাঁদের তাণ্ডবে এই এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গতকাল হেফাজতের কর্মীরা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত দুই পাশে ফুটপাতের সব দোকান পুড়িয়ে দিয়েছেন। র্যাংগস টাওয়ারে অবস্থিত কেএফসি, রবি ও দৈনিক ‘সকালের খবর’ এবং মুক্তি ভবনে সিপিবির কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়েছেন তাঁরা।

হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, আজাদ প্রোডাক্টস, আইডিয়াল প্রোডাক্টের শোরুমে আগুন দেওয়া হয়েছে। তিনটি এটিএম বুথ ভাঙচুর ও বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দিয়েছেন হেফাজতের নেতা-কর্মীরা। তাঁরা সড়ক বিভাজকগুলো গুঁড়িয়ে দিয়েছেন। সড়কের পাশে ও মাঝে থাকা শতাধিক গাছ কেটে ফেলেছেন। গাছ, বিদ্যুতের খুঁটি, সড়ক বিভাজক দিয়ে তাঁরা পল্টন মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কে ব্যারিকেড সৃষ্টি করেন।

বিষয়: বিবিধ

১২৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File