তবে কি অন্য ধর্মের লোকদের ভীন দেশ খুজতে হবে?
লিখেছেন লিখেছেন নারী নেতৃত্ব হারাম ০১ মে, ২০১৩, ০১:২২:৫৩ দুপুর
গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত হেফাজতে ইসলামের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শফী এই আহ্বান জানান।
আহমদ শফী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘নাস্তিকবাদীদের সঙ্গ ছেড়ে তওবা করে আস্তিক’ হওয়ার আহ্বান জানান। ১৩ দফা কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক না। এই ১৩ দফা দাবির একমাত্র দাবি, নাস্তিকদের এ দেশ থেকে তাড়াতে হবে। নাস্তিকবাদীরা এ দেশে থাকতে পারবে না।’
এখন কথা হচ্ছে যারা ধর্মকে বিশ্বাস করে তারা আস্তিক যারা বিশ্বাস করে না তারা নাস্তিক। স্বাভাবিকভাবেই মুসলমান ধর্মের লোকজন আল্লাহকে মানে কিন্তু অন্য ধর্মের লোকজন কিন্তু তাদের ধর্মের প্রধানকে মানে। তাহলে শফি আহম্দে এবার কি বলবেন শুধু এই দেশে মুসলমান ছাড়া আর কেউ থাকতে পারবে না। শফি আহম্মেদ সাহবে মহিলাদের পর্দার কথা বলেছেন। তিনি প্রধান মন্ত্রীকে আইকন হিসাবে বলেছেন মহিলারা যেন প্রধান মন্ত্রীর মত হলেও পর্দা মেনে চলেন। তিনি কিন্তু বিরোধী নেত্রীর জর্জেট শাড়ী পরে চলা কতটা ইসলামপন্থী সেটা বলেননি। তিনি মহিলাদের যেভাবে চলাফেরা করতে বলছেন সেটা মুসলমান হিসাবে ঠিক আছে কিন্তু দেশে লক্ষ লক্ষ নারী শ্রমিক রয়েছে যারা গার্মেন্টস সহ নানা সেক্টরে তাদের শ্রম দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে দেশকে সহায়তা করছেন তাদের এবার হাতে শেকল পরে ঘরে বসে থাকতে হবে। শাহানা নামে সর্বশেষ যে মহিলাটি সাভারে মারা গেল সে বাচার আকুতি জানিয়ে বলেছিল যে, ‘‘তার একটি বাচ্চা আছে, তাকে যেন সুস্থ্য করে তোলা হয় কারন তার চিকিৎসা সেবার নেবার মত টাকা পয়সা নাই। শফি আহম্মেদ সাহেব কিন্তু সেই শাহানাদের ডাকে সাড়া দেন নি। তিনি বিলাসবহুল হেলিকপ্টারে দেশ ভ্রমন করে বেড়াচ্ছেন আর সরকারকে হুমকি ধামকি দিচ্ছেন যেটা দেশের এই উদ্ভুত পরিবেশে একেবারে বেমানান। তবে এই শাহানাদের কি হবে? কে তাদের দায়ভার নেবে?
বিষয়: বিবিধ
১৫৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন