আইসক্রিম বেবি....!

লিখেছেন লিখেছেন রু ২৪ মার্চ, ২০১৩, ০৩:৫৫:০৭ রাত





মা হতে যাচ্ছি।আমি আর আবেগ অনেকদিন ধরেই জানি,কিন্তু কাউকে বলছিনা।কারণ ভিন্ন ধরনের কিছু না করে এতো সাদামাটাভাবে আমার সন্তান আসার খবর আমি অন্যদের দিবনা।সিদ্ধান্ত নিলাম-আমি আর আবেগ সমুদ্র দেখতে যাব।সমুদ্রের বিশালতায় নিজেদের কস্ট,দুর্দশা,ক্ষুদ্রতা বিলীন করে দিয়ে নতুন কারো আগমনের খবর দিব...

শরীরের এ অবস্থায় এ প্লান বাতিল করতে বাধ্য হলাম।কি করা যায় কি করা যায় ভাবতে বসলাম।অনেক প্লান আসল মাথায়।

একবার মনে হল,আমাদের এলাকার সব পিচচি-পাচচাকে দাওয়াত করে একটা পার্টির ব্যবস্থা করি আমার ভাগিনাটার নেতৃত্বে।আবার মনে হল-কোন একটা বস্তিতে গিয়ে সারাদিন বস্তির বাচচাদের সাথে কাটিয়ে দেই একটা দিন।তাদের সুখ-দুঃখের সাথে একটা দিন শেয়ার করি।আবার ভাবলাম-এলাকার ভিক্ষুক যারা আছে,তাদেরকে একটা বেলা খাওয়াই।কিন্তু একে একে সব ক্যানসেল্ড।

তারপর মনে হল-আত্নীয়-স্বজন সহ এলাকায় কয়টা ফ্যামিলী আছে দেখি।সবাইকে আইসক্রিম খাওয়াই।গরমের দিন।আইসক্রিম খাইয়ে সবাইকে শীতল করি,আমার সন্তানটাও আসবে আমাকে শীতল করতে।যেই ভাবা সেই কাজ।এলাকাটায় কয়টা ফ্যামিলী গুনা শুরু করলাম।আত্নীয়-স্বজন এবং এলাকা মিলিয়ে একান্নটা ফ্যামিলী।তাইলে এটাই ফাইনাল।সবাইকে আইসক্রীম খাওয়াব।এখন এতো আইসক্রীম আনব কিভাবে??একসাথে এতোগুলি আইসক্রিম আনলে সবাই জিজ্ঞেস করবে,আর অন্যদের জেরার মুখে পড়লে আমার পরিকল্পনা ঠিকভাবে সফল হবেনা।আইসক্রিম বিলি করার আগেই আমাকে বলে দিতে হবে।চাচাকে(আমাদের কর্মচারী)দিয়ে একদিন দু’দিন করে আইস্ক্রিমগুলো আনতে লাগলাম।এনে ফ্রিজে জমা করলাম।মাও বুঝলনা,ছোট বোনটাও না।তারপর বৃহস্পতিবারদিন আবেগ বাড়িতে আসার পর সব্বাইকে আইস্ক্রিম দিতে লাগলাম।মা আর ছোট বোনটা আইসক্রিম দিতে গেল সবার বাড়িতে।সবাই জিজ্ঞেস করল-আইসক্রিম কিসের জন্য??? Happy Happy Happy

আইসক্রিম হচ্ছে-আমার আইসক্রিম বেবির জন্য... Happy

সবার কাছে দোয়া প্রার্থী পিচচির জন্য।আইসক্রিম বেবিটার জন্য!

বিষয়: বিবিধ

২০৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File