বাবা বাবা বাবা,একটা মেঘ,একটা বিশাল অশ্বথ গাছ!

লিখেছেন লিখেছেন রু ১৪ মার্চ, ২০১৩, ০৮:৩৪:২৭ রাত

কয়দিন ধরে কি এক অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছি।কেন এ অস্থিরতা কারণ জানিনা।অসঙ্খ্য কারণ আছে মন খারাপের চারপাশে,হতে পারে সবগুলো মিলিয়ে আমার মাঝে এক চাপ তৈরী করেছে।আল্লাহর কাছে শুধু বলছিলাম-আল্লাহ!এ অবস্থা থেকে উত্তরণ ঘটাও।

কাল সন্ধ্যাবেলা গুড়ুম গুড়ুম আওয়ায।পৃথিবী চিড়ে বিদ্যুতের ঝলাকানি।চমকে উঠলাম।বাতাসে ভেজা গন্ধ।বৃস্টির আওয়াজ।মাটির সোঁদা গন্ধ।মন খারাপটা কেটে যেতে লাগল ধীরে ধীরে বৃস্টির ভেজা গন্ধে।আমি ভয়ানক বৃস্টি পাগল এক মেয়ে।আল্লাহর কাছে চাচ্ছিলাম-আল্লাহ সারারাত বৃস্টি নামুক সারা রাত।ধুয়ে মুছে যাক সব কিছু।কতদিন ধরে দেখিনা তুফানের ভয়ঙ্কর সৌন্দর্য্য!

ছোট বোনটাকে বললাম নাজিয়াকে আর রুমিকে নিয়ে আয়।সবাই মিলে সারা রাত বারান্দায় বসে বৃস্টি দেখব আর গল্প করব।ও রাজি না।ওর এক্সাম শুক্রবারে।

মন খারাপ ভাবটা কেটে গেছে।ইচ্ছে করছে বৃস্টির মাঝে বিছানা করে শুয়ে থাকি।আর বৃস্টি তার মন মত করে গোসল করিয়ে দিক আমাকে।

একটু পর ছোট বোনটা এসে বলল-বড় আপূ,আব্বা আসছে।

আব্বা আসছে এ খবরটা আমার মাঝে এক অন্য ধরনের অনুভতি এনে দিল।বৃস্টির ভেজা গন্ধের সাথে আমি পেলাম আর একটা গন্ধ,আর একটা ঘ্রান!কেমন মেঘ মেঘ ছায়া ছায়া সে ঘ্রানটা!কেমন অন্যরকম সব কিছুর চেয়ে অন্য রকম।বৃস্টির ভেজা ঘ্রানে মন খারাপটা এমনিতেই শেষ হয়ে গিয়েছিল আব্বার মেঘ মেঘ ঘ্রানে মন খারাপের জায়গায় চলে আসল কেমন এক উল্লসিত অনুভূতি।আব্বা যেখানেই থাকুক কোন জায়গা থেকে আসলে আমরা সব ভাই বোন দৌড়িয়ে যাই দেখা করতে।কিন্তু কাল গেলামনা।বরং লাইট অফ করে শুয়ে পড়লাম।তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে লাগলাম এই মেঘ মেঘ ছায়া ছায়া গন্ধটা।

খুব ইচ্ছে করছিল আব্বাকে জড়িয়ে ধরে আজ বলব-আব্বা,আপনাকে অনেক ভালবাসি।পারিনি।আব্বা,আমরা সব ভাই বোন আপনাকে অনেক ভালবাসি।

আব্বা,সত্যি পৃথিবীর সমস্ত আব্বারা হয় একটা মেঘ,একটা ছায়া,একটা বিশাল অশ্বথ গাছ।(পৃথিবীর সব বাবাদের উৎসর্গ করে এ লিখা)

বিষয়: বিবিধ

২২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File