কি এক অস্থিরতা....
লিখেছেন লিখেছেন রু ১৩ মার্চ, ২০১৩, ০২:০৮:৪০ রাত
গত বেশ কিছুদিন ধরে কি এক অস্থিরতার মাঝে দিন কাটাচ্ছি।এ অস্থিরতা কিসের জন্য ঠিক ধরতে পারছিনা।দেশের অবস্থা কি আমার উপর এমন মানসিক চাপ সৃস্টি করছে?নাকি রাজনীতিবিদদের হৃদয়হীনতা?নাকি সরকার যন্ত্রের নিষ্ঠুরতা,আইন-শৃঙ্খলা বাহিনীর বর্বরতা?সাধারন মানুষের পরে থাকা লাশ?গাড়ীতে আগুন দেয়ার দৃশ্য?নাস্তিকদের আস্ফালন?হলুদ সাংবাদিকতা?নাকি ব্যক্তিগত কারন???জানিনা....
অনেএএএএএএক দিন ধরে পত্রিকা পড়ার অভ্যাস বাদ দিয়েছি।যে আমি খুঁটিয়ে খুঁটিয়ে পুরু পত্রিকা পড়তাম,রাতে ঘুমানোর সময়ও পড়তে পড়তে ঘুমুতাম,সে আমি এখন কালে-ভদ্রে পত্রিকায় চোখ বুলাই।তাও বিনোদন পেইজটাতে।কখনো হয়তো হেডিংএর উপর একটু চোখ বুলাই,কিন্তু পত্রিকা পড়া,তা আজকাল আর হয়না....
টিভি নিউজও দেখিনা বেশ কিছুদিন ধরে।ইচ্ছে করেনা।একটা অনীহা একটা ক্লান্তি।গত কয়দিন ধরে ডিশ কানেকশন নাই আমার বাসায়।আজ যখন ঠিক করতে আসল লোকটা,বললাম-আজ না....ইচ্ছে করছেনা।
প্রথম যখন ভার্চুয়াল জগতে আসলাম বেশ কয়েকটা গ্রুপে প্রচুর একটিভ ছিলাম।বলা চলে সময়ের একটা বিশাল অংশ কাটাতাম গ্রুপ আর বিভিন্ন পেইজগুলোতে।গ্রুপগুলো আর পেইজগুলো এখনো সমানতালে জনপ্রিয় কিন্তু আমি আছি নাম মাত্র এডমিন হিসেবে।ঢূঁ মারিনা আর সেখানে....
আব্বা আর ভাইটা বাসায় থাকেনা বেশ কয়েকমাস।বাসা নিয়েছে এক জায়গায়।ভাড়া বাসায় থাকার অভিজ্ঞতা আমার কখনোই ছিলনা (আবেগের সাথে দশ পনের দিন থাকা ছাড়া)কিন্তু এ সরকার মাশাআল্লাহ সে অভিজ্ঞতাও পূরণ করে দিয়েছে।প্রথম প্রথম কিছুদিন থেকেছি আব্বা ভাইটার সাথে।এখন আর ইচ্ছে করেনা যাইনা।আমার আব্বা কখনোই রান্না কি জিনিস জানেননা কিন্তু এখন তাঁকে রান্না করেও খেতে হচ্ছে।তাও যাইনা সে বাসায় ভাল্লাগেনা....
বোনটার বাড়িতে প্রায়ই শিবিরের ছেলেগুলো এসে থাকে,তাকে এখন আর বলা হয়ে উঠেনা ফোনে -একটু সাবধানে থাকিস!ফোন করা হয়ে উঠেনা।
আমার চৌদ্দ-পনের বছরের ভাগিনাটা কয়মাস ধরে আজকে কারাগারে।প্রথমবার যখন এরেস্ট হলো কিছুক্ষন পর পর ফোন করে আমি অস্থির করে ফেলেছিলাম ভাই-ভাবীকে।এবার প্রথম কিছুদিন করেছিলাম এখন আর করিনা,ইচ্ছে করেনা....জানিনা কেমন আছে।
আর কয়টা দিন পর পরীক্ষা।পড়ার টেবিলে বসব দূরে থাক বইও খুলে দেখিনা।পরীক্ষা দিব কিনা তাও আমি জানিনা....
আমার মাঝে এ অস্থিরতা এ বিষন্নতা কেন আমি জানিনা।আমি বুঝছিনা।চারপাশের পরিস্থিতি কি আমার উপর মানসিক চাপ তৈরী করেছে,নাকি আমি ব্যক্তিগত সমস্যার কারণে এ অবস্থার উপর পড়ছি।ব্যক্তিগত সমস্যা কি তাও আমি বুঝছিনা।আকাশে চাঁদ উঠে কিন্তু এ চাঁদ এখন আমার মাঝে মোহ তৈরী করেনা,গল্প করি অনেকের সাথে কিন্তু প্রান খুঁজে পাইনা।
'মুমিনদের সব কিছুই কল্যানকর।যখন তারা ভাল থাকে তখন আল্লাহর প্রশংসা আদায় করে,যখন তারা বিপদে থাকে তখন ধৈর্য্য ধারন করে এবং আল্লাহর সাহায্য চায়'-(আল-হাদিস।হাদিসটা হূবূহূ মনে নাই তবে থিমটা মনে আছে)
জানিনা সে ইমানদারদার কখনো হতে পারব কিনা....সবার দোয়া প্রার্থী।
বিষয়: বিবিধ
১৩৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন