এক রাতের ঘটনা।

লিখেছেন লিখেছেন রু ১২ মে, ২০১৩, ০২:৩৯:৩৫ দুপুর

সময়-রাত ২.৩০টা।

স্থান-গন ভবন।

গনভবনের একটা রুমে শুয়ে আছেন প্রধানমন্ত্রী।রাত ২.৩০টা।হঠাৎ করে ঘুম ভেংগে গেল তার।কেমন যেন একটা গন্ধ এসে নাকে লাগছে।সোদা সোঁদা ঝাঁঝাল একটা গন্ধ।কিছুটা পঁচে যাওয়া টক টক গন্ধের মত।লাইটের সুইচের দিকে হাত বাড়ালেন প্রধানমন্ত্রী।অন্ধকারেই তার হাত থেমে গেল।অবাক এবং ভয় নিয়ে তিনি দেখলেন তার হাত বেয়ে টপটপ করে কি জানি পড়ছে।তরল এবং চটচটে এক ধরনের পদার্থ তার হাত বেয়ে গড়িয়ে পড়ছে।অন্ধকারেই তিনি স্পস্ট দেখলেন।নিঃশ্বাস বন্ধ করে তিনি লাইট জালালেন।লাইটের আলোতে তিনি দেখলেন তার ঘর থকথকে রক্তের স্রোত।টকটকে লাল রক্ত।কেমন জানি জীবন্ত মনে হচ্ছে রক্তের এ স্রোতকে।ধীরে ধীরে বাড়ছে রক্ত।প্রধানমন্ত্রীর গলা শুকিয়ে কাঠ।গলা উচুঁ করে কাউকে ঢাকতে পারছেননা।ভয়ে ফ্যাকাসে প্রধানমন্ত্রী রক্তের এ নদী পেড়িয়ে দরজা খুলে আসলেন সামনের ব্যালকনীতে।আকাশে কি সুন্দর চাঁদ!কি মায়াবী জোসনা বিলাচ্ছে আজকের চাঁদটা।চাঁদের আলোয় দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর পায়ে রক্তের লাল টকটকে চিহ্ন।জোসনার দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী একটু নিঃশ্বাস নিতে চাইলেন।ভূলে যেতে চাইলেন একটু আগেরকার দেখা অতি প্রাকৃতিক দৃশ্যটাকে।হঠাৎ অসঙ্খ্য নিঃশ্বাসের শব্দ কানে আসল প্রধানমন্ত্রীর।ব্যালকনীর পাশেই কনফারেন্স রুম।মনে হচ্ছে নিঃশ্বাসের শব্দ আসছে এ হলরুম থেকেই।ধীর পায়ে প্রধানমন্ত্রী এগিয়ে গেলেন হলরুমের দিকে।চাঁদের আলোয় দেখলেন এক অবিশ্বাস্য দৃশ্য।বিশাল এ হলরুম জুড়ে আছে অসঙ্খ্য মানুষ।কানায় কানায় ভর্তি এ রুম।পরনে সবার সাদা পাঞ্জাবী,পায়জামা,মাথায় টুপি।কারো হাতে তসবীহ,জায়নামাজ।পরনের সাদা পোশাক তাদের রক্তে লাল।কারো হাত নেই,কারো পা নেই,কারো বূক রক্তাক্ত।কারো মাথা থেকে গড়িয়ে পড়ছে লাল রক্ত।কিন্তু সবাই নিশ্চুপ।প্রধানমন্ত্রীকে হলরুমের সামনে এসে দাঁড়াতে দেখে সবাই চোখ মেলে তাকালেন তার দিকে।কারো মুখে কোন কথা নাই।নিঃশ্বাসের ফিসফিসানীও বন্ধ হয়ে গেছে।শুধু সবাই এক সাগর জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে আছে প্রধানমন্ত্রীর চোখের দিকে।তাদের চোখে একটাই আকুতি-প্রধানমন্ত্রী,জওয়াব চাই।কেন এ রক্তের নদী প্রধানমন্ত্রী জানতে চাই।

‘মাননীয় প্রধানমন্ত্রী,সারা দেশে কিন্তু এই একি আওয়াজ-জওয়াব চাই।‘

(কাল্পনিক)

বিষয়: বিবিধ

১৮৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File