তত্বাবধায়ক সরকার +মানবতাবিরুধী অপরাধ =আদান + প্রদান
লিখেছেন লিখেছেন কত কথা ১৮ মার্চ, ২০১৩, ১০:৪৮:১০ সকাল
বিশ্বে বাংলাদেশে প্রথম তত্বাবধায়ক সরকার ব্যবস্হা চালু হয় ১৯৯০ সালে । এরপর একে ভিত্তি করে বিভিন্ন দেশে মডেল হয়।এ ব্যবস্হা চালুর জন্য ১৯৫ দিন হরতাল, অবরোধ ,গেরাও মিছিল, সচিবালয় কর্মচারী দিগম্বরসহ অনেক মৃত্যু আমজনতাকে মেনে নিতে হয়েছে । থ্রি "ম" সৃস্ট হওয়া ও এদের অত্যচারে এ ব্যবস্হা কিছুটা প্রশ্নবিদ্ব হয় ।এর বিচ্যুতি দিক বন্দ করার ইচ্ছা থাকলে করা যেত । এ ব্যবস্হা বাতিলের জন্য কোন আন্দোলনও হয়নি । সরকারী ব্যবস্হায় আইনের আওতায় নিয়ে বাতিল করে দিল ।বিশিষ্ঠজনরা ইহা বাতিলে সায় দেয়নি,বিচারকরা মত দিয়েছিলো অন্তত ২ র্টাম এ ব্যবস্হা বহালের । তারপরও আ,লীগের নিজের কুচিন্তায় কুইচ্ছা প্রতিষ্ঠা লাভের আশায় 'তত্বাবধায়ক সরকার' বাতিল করে ।আসুন তত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করি এবং যে মানবতাবিরুধী অপরাধ বিচার চলছে তাকে আরো সুসংহত করি । কেননা ওরা মনে করছে সরকার 'তত্বাবধায়ক সরকার' দিবে না এবং বিচার তো হবেই । দেশে অরাজক হলে ....মাজখানে কিছু একটা হবে......। আদান + প্রদানে সমাধানে ..........যাই
বিষয়: বিবিধ
১১২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন