আজিব তন্ত্র।
লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ২৮ মার্চ, ২০১৩, ১১:৪১:০৬ রাত
কত তন্ত্র মন্ত্রে শিদ্ধ সাধক দেখিলাম তাহারা তাহাদের এই তন্ত্র মন্ত্র বল প্রয়োগ করিয়া কতই না অসাধ্য সাধন করিয়া ফেলিয়া থাকে।কিন্তু ইহার(তন্ত্র মন্ত্রের) রেশ অল্পক্ষনই স্থায়ীত্ব লাভ করিয়া থাকে আর ইহা দ্বারা অল্প সংখক পাবলিকই মন্ত্র মুগ্ধ হইয়া থাকে।সাম্প্রতিক কালে এক আজিব তন্ত্রের ব্যাপক প্রসার আর ইহার দ্বারা বহু ক্ষমতালোভী পাবলিক আকৃষ্ট হইয়া এই মন্ত্র কারীর পশ্চাদ পশ্চাদ ছুটিতে দেখা যায়।হঠাৎ ধাক্কায়ও ইহাদের বোধদয় ঘটে না তবে অসংখ্যবার ধাক্কা খাইয়া একটা বোধদয় অবশ্য ঘটে ইহা হইলো এই মন্ত্রকারীকে ছাড়িয়া অন্য মন্ত্রকারীকে অনুসরন করিবার।ইহাদের অর্থাৎ এই আম পাব্লিক(বলার সময় নিজেদের আম বলিয়াই পরিচয় দিয়া থাকে কিন্তু অন্তরে গভীর ভাবে ক্ষমতার প্রতি লোভ লুকাইত) মনোবাসনা পুরনে এই মন্ত্রকারী ব্যার্থ হইবার ফলে(আসলে ইচ্ছা করিয়াই ব্যার্থ হইয়া থাকে কারন ইহাই হইল আসল তন্ত্র) আবার কিছু হট্টগোল বাধিয়া যায় আবার কোন এক মন্ত্রকারীর মন্ত্রে পড়িয়া কিছু দিনের লাগিয়া স্তব্ধ হইয়া যায়।এই তন্ত্রটা হইলো'গণতন্ত্র'।ইহাকে বড়ই আজিব লাগে একই তন্ত্রে কিরুপে মানুষদিগকে বারংবার মুগ্ধ করিয়া ফেলা যায়।এই তন্ত্রে হারিবার আশংকা খুবই সীমিত কিন্তু হারাইবার সুযোগ বিশদ।আজিব তন্ত্র জয় 'গণতন্ত্র'…
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন