প্রেম আর নেশা…

লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৪০:৫৮ রাত

প্রেম করা আর নেশা করার মধ্যে পার্থক্য একটাই।নেশা করাকে সামাজিকভাবে অপদস্ত করা হয় আর প্রেমকে বলা হয় বয়সের দোষ অথবা প্রেম স্বগীয় ব্যাপার।কিন্তু এদের প্রভাব পারিবারিক জীবনে সমান ভাবেই পড়ে।একজন নেশাখোর দিনের পর দিন তার অতি আপন জনদের সাথে মিথ্যা কথা বলে তার স্বার্থ উদ্ধার করার চেষ্টা করে।ঠিক অনুরুপভাবে যারা প্রেম করে তারাও দিনের পর দিন তার আপন জনদের সাথে মিথ্যা বলে নিজের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করে।নেশাখোরের যখন নেশা মাথায় ওঠে তখন তার কাছে কিসের বাবা মা আর কিসের আপন জন।ঠিক তেমনি যখন প্রেমের টান অনুভব হয় তখন কিসের বাবা মা আর কিসের আপন জন।সবাইকে ছেড়ে চলে যেতে ইচ্ছা করে সেই প্রেমের মানুষটার কাছে।যেমনটি নেশাখোর ছুটে যায় নেশার দিকে…এই দুই শ্রেনির উৎপাতে আমাদের দেশের লাখ লাখ পরিবার জর্জরিত।এই দুইটার সমাধানই ইসলামে খুবই সহজ।যদি ইসলামি শ্বাসন প্রতিষ্ঠিত হয় তাহলে সকল নেশাদ্রব্য হারাম হিসেবে গণ্য হবে আর ইসলামি শরিয়া মোতাবেক ছেলে মেয়েদের সঠিক বয়সে বিয়ে হবে…এই সব নষ্টামী চিরতরে বন্ধ হবে…

বিষয়: বিবিধ

১৫২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File