ভালবাসা কাহারে কয়…

লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ১৩ আগস্ট, ২০১৩, ০২:৫৮:২৯ রাত

একদা এক সুন্দরী রমণী আসিয়া কহিল,আপনি আমার সহিত প্রেম বন্ধনে আবদ্ধ হইবেন…?আমি তাহার কথার মর্ম বুঝিতে অসমর্থ হইলাম এবং জিঙ্গাসা করিলাম্ִ ইহা আবার কোন কিসিমের চিজ যাহার বন্ধনে আবদ্ধ হইতে হইবে…?উত্তরে উনি কহিলেন 'প্রেম অর্থ ভালবাসা,আমি আপনাকে অতীব ভালবাসিয়া ফেলিয়াছি,আর তাই আপনি সাড়া না দিলে আমার অতিশয় মনকষ্ট হইবে'।আমি বুঝিলাম ওনার মনকষ্ট আর তাই কহিলাম 'আচ্ছা তাহাই হোক যাহা আপনার মনোবাসনা, তবে আমার শর্ত একটাই, মানিতে পারিবেন কি…?উনি কহিলেন একটা কেন…হাজারটা শর্ত মানিতে আমি প্রস্তুত।এইবার তাহাকে আমার শর্ত খানি কহিলাম 'আমি আপনাকে ভালবাসিতে চাই সেইরুপে, যেইরুপে ভালবাসিলে মহান আল্লাহ তায়ালা খুশী হন।আর ইহা করিতে অবশ্যই শরিয়া মানিয়া আমাদের বিবাহ করিতে হইবে'।

ইহা শুনিয়া উনি চুপচাপ আমার সম্মুখ হইতে বাহির হইয়া গেল,একটিবার পিছন ফিরিয়া তাকাইবার প্রয়োজন মনে করিল না।বুঝিলাম না উনি আমাকে কেমন ভালবাসিয়াছিলেন।আমার প্রস্তাবিত ভালবাসার চাইতেও উত্তম ভালবাসা আছে কিনা আমার বুঝিবার ক্ষমতার অতিত…

বিষয়: বিবিধ

১৭৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File