আমরা খেলি শুধু হারের খেলা,কবে খেলব মোরা জেতার খেলা…?

লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ১৭ জুন, ২০১৩, ০৬:৫১:৪৯ সন্ধ্যা

জীবনে তো অনেক হার জিতের খেলা দেখেছেন।যখন কেউ হারে তখন তার দুঃখটাকে দেখেছেন আবার যখন কেউ জেতে তার আনন্দটাও দেখেছেন।কখনো কি দেখেছেন একটা বড় বিজয়ের পরেও ঠিক অত বড়ই দুঃখ আর হতাশা…?কখনো কি ভেবেছেন এই যে আমরা আম পাব্লিক প্রত্যেক পাচ বছর পর একটা বড় বিজয় ছিনিয়ে আনছি আর চিৎকার করে বলছি এ বিজয় আমাদের ই, এ সাফল্যে আমরা গর্বিত কিন্তু আসলেই কি এ বিজয় আমাদের…?যত বড় আনন্দ দিয়ে আমরা উদযাপন করি এই বড় বিজয়,কয়েক্দিন পর ঠিক সম পরিমান দুঃখ আর হতাশা নিয়ে অপেক্ষা করতে থাকি আগামী নির্বাচনের।আবার যখন আগামী নির্বাচন আসে অনুরুপ ঘটনার ঠিক একই পুনাবৃতি ঘটতে দেখা যায়।কোন কিছু বলার থাকে না,থাকে না কোন কিছু করার।কারণ আমরা মেনে নিয়েছি যে সারিবদ্ধ ভাবে আমরা একটা শিকলে বাধা যেই শিকলটার এক মাথা আম্লিকের হাতে আর আরেক মাথা বিম্পির হাতে।আমরা যখন যেদিকে হেলে পড়ব তখন তারাই গদিতে আরোহন করতে সক্ষম হবে।আমরা ভেবে নিয়েছি যে আমাদেরকে হয় ডানে না হয় বামে হেলতে হবে,আমরা আসলে ভুলেই গেছি যে আমাদের আরো বিকল্প রাস্তা খোলা আছে।আমরা যদি সমানে সামনের দিকে দেই এক ছুট তাহলে দুই নেত্রিও ছুট দিবে আমাদের পিছন পিছন।কিন্তু কবে হবে আমাদের এই বোধদ্বয় কবে শিখব আমরা সামনের দিকে ছুটতে,কেউ যখন আমাদের শেখাবে সামনে আগাতে আমরা যেন তাকে ভুল না বুঝে মেনে নেই আন্তরিকতার সাথে।মহান আল্লাহ তাআলা এই বোধ জাগরিত করুক আমাদের মধ্যে…আমিন…

বিষয়: বিবিধ

১২৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File