সমকামিতা একটি প্রগতিশীল চিন্তা ।

লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ০৬ জুন, ২০১৩, ০৮:১৫:২৯ রাত

আসলে,, যখন জঙ্গলে বসবাসকারী কিছু উপজাতী মানুষ ছোট ছোট পোষাক পরে বা পোষাক ছাড়াই বন্য জীবজন্তুর মত আচরন করে তখন আমরা এই সভ্য আলো ঝলমলে সমাজে বসবাসকারীরা তাদেরকে বলি জংলি জানোয়ার কারণ ওদের পোষাক আষাক আর আচরণ আমাদের সমাজের সাথে একেবারেই মিল খাই না।

আবার যখন আমাদের এই সভ্য সমাজের কিছু মানুষ ওদের অনুরুপ ছোট ছোট পোষাক আর অসভ্য আচরণে মত্ত থাকে তখন আমাদের মধ্যে কিছু প্রগতিশীল মানুষ এদেরকে অতি আধুনিক বলে বাহবা দিতে থাকে। মজার ব্যাপার হল এই প্রগতিশীলরাই যুগে যুগে ওদের থেকে এই সভ্য সমাজ আলাদা করল আবার ওদের ওই অসভ্য জীবন যাপন এই সভ্য সমাজে ঢুকতে দেখে এটাকে অতি আধূনিকতা বলে প্রচার শুরু করে দিল। কোন্ সমাজ সভ্য আর কোন্ সমাজ অসভ্য এটা যেসন বরাবরই বিচার হয়েছে ঐ সমাজের প্রগতিশীল চিন্তা ভাবনার উপর ভিত্তি করে সেহেতু ওনারাই বিচার করবেন কোনটা সভ্য আচরণ আর কোনটা অসভ্য আচরণ। ওনারাই আদিম সমাজকে অসভ্য সমাজ বলে আমাদের শিক্ষা দিয়ে যাবেন আবার ওনারাই ঐ সমাজ হতে আগত আচার আচরণগুলোকে অতি আধুনিক অতি আধুনিক বলে চিল্লাইতে থাকবেন। এভাবেই সমকামিতা একটা অতি আধুনিক ও প্রগতিশীল চিন্তা রুপেই আমাদের সভ্য সমাজে আগমন ঘটতে যাচ্ছে । আমরা বরাবরের মত এটাকেও সাদরে গ্রহন করে নেব যদিও কিছুটা সময় লাগতে পারে কিছু ধর্মান্ধ,পিছে পড়ে থাকা অসভ্য মানুষের জন্য।

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File