আম গাছে কাঠাল খোজা।

লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ০৫ জুন, ২০১৩, ০৯:৩৭:২৮ রাত

পদ্মা সেতু গেল তাজরিন গার্মেন্টস গেল সাভার ট্রাজেডি গেল মতিঝিলের হেফাজত কাহিনী তো কোন প্রতিক্রিয়া ছাড়াই গেল।সামনে আরো আসতেছে অপেক্ষা করেন আর প্রস্তুতি নিতে থাকেন।অনেক ফেসবুক সেলিব্রেটি আর নামকরা ব্লগারদের দেখছি 'টিকফা চুক্তি' নিয়ে অনেক গলাবাজি শুরু করে দিয়েছেন ইতিমধ্যে।আগের গুলোর মত এটার রেশও হারিয়ে যাবে, আমরা বসে বসে আঙ্গুল চুষতে থাকব আর ফেসবুক সেলিব্রেটিদের টাইমলাইনে স্ট্যাটাসের ঝড় বয়ে যেতে থাকবে এতে সরকারের.…টাও কাটা যাবে না।আমরা কেন শুধু একটা ইস্যু নিয়েই লাফালাফি করি?এটাকেই বদলাতে হবে বলে চিল্লায়া গলার তারে টান লাগায়া ফেলি।কিন্তু এই বুঝ কবে আমাদের মাঝে উদয় হবে যে,আম গাছে হতে আমই পাওয়া যায় কাঠাল পাওয়া সম্ভব না।আম গাছ লাগানোর পুর্বে কবে বোধদয় ঘটবে এই আমি আম গাছ লাগালাম এখান থেকে আমি আম ছাড়া আর কিছুই পাব না,পরে হুদাই কাঠাল কাঠাল করে চিল্লাইতে হবে না।আমরা বদলাতে চাই একটা ইস্যুর যেটা এখন আলোচিত।আমরা কখনোই চাই না একটা সামগ্রীক পরিবর্তন কারণ আমাদের স্বভাবটাই আসলে এমন হয়ে গেছে আম গাছে কাঠাল খোজা।কখনো কখনো আবার একটু বড় সড় আম পেলে সেটাকে কাঠাল বলেই চালিয়ে দিয়ে বড়ই গর্ববোধ করে ফেলি।এই আমরা নাকি পরিবর্তনের আন্দোলোন করি…হুদাই ভন্ডামী… এ ছাড়া আর কিছুই না…

বিষয়: বিবিধ

১১৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File