তুই মাইরাও জিতলি আবার কাইন্দাও জিতবার চাস…?
লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ০৮ মে, ২০১৩, ০১:২৬:৩২ দুপুর
ছোট বেলায় একটা কথা খুব বেশী শুনতাম।আমি যখন আমার বড় বোনের সাথে মারামারি করতাম তখন প্রায়ই আমি অকেই বেশী মারতাম কিন্তু যখন বিচারের মুখোমুখী হতাম তখন আবার আমি ই বেশী কাদতাম আর তাই সেই বিচারে অরই বেশী স্বাস্তি হত।আব্বা আম্মা সবই বুঝত আর তাই তারা বলত'তুই মেরেও জিতলি আবার কেদেও জিতলি'।আজ অনেক দিন পর এই কথাটা খুব মনে পড়ছে।হায় রে আমাদের সরকার…'তুই মেরেও জিতলি আবার কেদেও জেতার চেষ্টা'।আর তাই বিচারে এখন, যারা মার খেল তারাই স্বাস্তির মুখোমুখী।আর আমরা সাধারণ জনতা ঠিক আমার আব্বা আম্মার মত সবই বুঝতে পারছি আর তাই আমরাও ওই একই কথা মনে করতেছি হ্যা মনে করতেছি, বলতেছি না (কারণ ভয়)' আরে সরকার তুই মাইরাও জিতলি আবার অহন কাইন্দাও জিততেছস্ִ।
বিষয়: বিবিধ
১৪২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন