আমার আদরের মেয়ে।

লিখেছেন লিখেছেন মনিরুল এম জেড টি ইসলাম ২০ এপ্রিল, ২০১৩, ০৬:১৮:০১ সন্ধ্যা

গত কাল মেজ ভাগনেটা ফোন করে বলে মামা আমি আজ থেকে মুখে নেকাব ব্যাবহার শুরু করলাম।ও ছোট বেলা থেকেই বোরখা পরে কিন্তু মুখ খোলা রাখতো।ও একাদশ শ্রেনীতে পড়ে এই সমাজের কাছে ও বেশ বড় কিন্তু আমার কাছে নেহাতই ছোট্ট মেয়ে।ওকে আমি আগেও বলেছি মুখ বাধার কথা কিন্তু কখনো চাইনি জোর করে বাধ্য করতে কারণ ও অনেক ভাল আমি বিশ্বাস করি।আর আমি সব সময় চাইতাম ও নিজে থেকে বুঝুক পর্দা একটা মেয়ের জন্য কতটা জরুরি তাই মাঝে মাঝে পরামর্শ দিয়েছি কখনো জোর করি নি।আমি কখনো চাইনি ও আমার কথায় বা আমার ভয়ে কোন কিছু করতে বাধ্য হোক কারণ এতে ওর মানসিক সচেতনতা নষ্ট হয়ে যাবে আমি শুধু চেষ্টা করি ভাল পরামর্শ দিতে যেন ও যা কিছু করে সব কিছুর পিছনে আল্লাহ ভীতিটাই বেশী কাজ করে।আমি এও চাইনা ও আমাকে খুশী করার জন্য কিছু করুক আমি সব সময় বলি আমরা পৃথিবীতে এসেছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কোন মানুষের না।আমি বিশ্বাস করি ও আমার থেকে অনেক ভাল আর তাই ওর কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি।যাই হোক ওকে নিয়ে আমার অনেক শংশয় এই অতি আধুনিক সমাজে ও একেবারেই বেমানান এতে যদি ওর কোন ক্ষতি হয়…?কাল মুখে নেকাব লাগানোর কথা শুনে জানি না কি এক অজানা ভাললাগা কাজ করল শংশয়টাও কিছুটা যেন কমে গেল।আল্লাহ তায়ালা ওকে যেন সুখে রাখে ইহকালে ও পরকালে।আপনারা সবাই দোয়া করবেন

বিষয়: বিবিধ

১৫৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File