এটা কোন রাষ্ট্রীয় শোক নয় এটা আওয়ামী শোক ।

লিখেছেন লিখেছেন মাইর এর নাম বাবাজি ২০ মার্চ, ২০১৩, ০৭:২৯:৪৩ সন্ধ্যা



যেই দেশের মানুষ লাশ হয়ে রাস্তায়

পড়ে থাকে পুলিশের গুলিতে , আর ফাঁসির

আসামিরা (ইমরান)সহ রাষ্ট্রপতির

ক্ষমা নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায় । ১৭০ জন

মানুষকে আইন

শৃঙ্খলা বাহিনী গুলী করে হত্যা করেছে অথচ দেশে যেন কিছুই হয়নি এই রকম ভাব ।

সেই দেশে এইরকম একজন রাষ্ট্রপতির

মৃত্যুতে আমরা শোকাহত নই । দরকার নাই আমাদের

শোক পালনের ,শোক যদি পালন করতেই হয়

তাহলে আগে সাধারন মানুষের রক্তের ঋণ শোধ

করুন তারপর শোক পালন করুন। তাই এটা কোন রাষ্ট্রীয় শোক নয় এটা আওয়ামী শোক ।

বিষয়: বিবিধ

৯৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File