এটা ই কি মুসলমানদের মুসলিম দেশ???????
লিখেছেন লিখেছেন মাইর এর নাম বাবাজি ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:২০:৫৯ বিকাল
এবার বোরকা নিষিদ্ধ করলো মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট!!! এবার বোরকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে মিরপুর গার্লস আইডিয়ালল্যাবরে টরি ইনস্টিটিউট কর্তৃপক্ষ। ২৪ মার্চ থেকে ওই প্রতিষ্ঠানের স্কুল শাখার কোন ছাত্রী বোরকা বা অ্যাপ্রোন পরে ভিতরে ঢুকতে পারবে না বলে লিখিত নোটিশ দেয়া হয়েছে। বোরকা পরে ছাত্রীরা স্কুলে ঢোকার কারণে নানা সমস্যা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ইনস্টিটিউটের অধ্যক্ষ মুশতারী আহমেদ জানিয়েছেন। এদিকে মুসলিম নারীদের জন্য ফরজ বিধান পর্দার মাধ্যম বোরকার বিরুদ্ধে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট অভিভাবকরা। ও হে মুসলিম !!! তোমাদের ঘুমন্ত বিবেক কখন জেগে উঠবে ???
বিষয়: বিবিধ
৯৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন