বাবা আমার বাবা
লিখেছেন লিখেছেন মাইর এর নাম বাবাজি ২২ জুলাই, ২০১৩, ০৫:৩২:১৮ সকাল
(বাবা) অনেক বিশাল কিছু আমার জন্য! আমার জীবনের সত্য কথা গুলি লিখতেছি!! এখন আমিও একজন বাবা! আমার যখন বাবার কথা মনে পরে জীবনের সব হিসাব গুলপাক খেয়ে যায়,মাথা ঠিক ভাবে কাজ করেনা,মনে হয় সারা দূনিয়াটাকে উলট পালট করে ফেলি ! আমার সেই বট গাছের মত, ছায়া দেয়ার মত বাবা আমার পাশে নেই!! আমার বাবা আমাকে যত আদর আর ভালবাসা দিয়েছে মনে হয় কোন বাবা তার সন্তানকে এমন করে ভালবাসে না!!বাস্তবে সব বাবা তার ছেলে মেয়েকে অনেক ভালবাসে! আজকে আমি বুঝি আমার বাবা আমাদের কত ভালবাসত,যখন আমি আমার বাচ্চাটার চেহারাটা দেখি আর বাবার কথা মনে করি আমি আমার চোখকে আর বুঝাতে পারিনা,বুকের মধে্য কোথা এক কষ্টের পাহাড় জেগে উঠে! এখন আমি আমার সন্তানকে আমার বাবার মত ভালবাসি আর আজকে আমার অনুভুতি হল আমি কি হারিয়েছি!!! যা আমি আমার জীবনে কোন দিন পাইনি আমি আমার সন্তানকে তা আমার প্রানের বিনীময় হলে ও দিব!একজন বাবা তার নিজের সন্তানের জন্য দূনিয়ার সব ভাল,খারাপ কাজ হাসতে হাসতে করতে পারে,সমাজ তাকে কেমন দূষ্টিতে দেখবে সে কখন পরোয়া করে না!!!! এমন বাবাকে আমি সম্মান করি,এমন বাবার জন্য আমি গর্ববোধ করি যে বাবা আমাদের প্রতিপালন করতে গিয়ে নিজের জীবনের কথা চিন্তা করেনা কারন সে আমাদেরকে ই নিজের জীবন মনে করে!!!!! এখন কাদতে হবে আর সত্য কথা লিখতে পারছিনা!!!!!!!!
বিষয়: বিবিধ
১২৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন