মানুষের জন্য আইন,না আইনের জন্য মানুষ?
লিখেছেন লিখেছেন মাইর এর নাম বাবাজি ২৫ মে, ২০১৩, ০১:০৮:১৫ রাত
আমার একটা গোপন সন্দেহ হচ্ছে যা আমাকে ঘুমাতে দিচ্ছে না,,সরকার সংবিধান সংষোধন করে তত্তাবদায়ক ছারা নির্বাচনের যে প্লান সাজিয়ে বসে আছে,এটা চিন্তা করলে আমার মাথায় ও কাজ করে না।তাদের মত,তাদের মাধ্যমে ই নির্বাচন করতে হবে! বি,এন,পি এবং অন্য দলগুলি নির্বাচনে অংশগ্রহন না করলে আওয়ামী সরকার তাদের হাত,পা ধরবে না,যার উপযুক্ত কারন আছে তাদের কাছে!! আর তা হচ্ছে :: ২০২১ সন পর্যন্ত তারা এই দেশ পরিচালনা করতে পারবে,এমন কিছু নিয়ে ই আওয়ামীর সব পরিকল্পনা// আমার এলাকার ভাষায় একটি কথা আছে!! গুজার ও মন চায় চিত্তায়া শোয়ার!! এটা কনো দিন এই দেশের মানুষ হতে দিবে না!!তাদের সপ্ন কখনো পূরন হওয়ার না! আওয়ামী লীগের অনেক বড় এক নেতা আমাকে জানাল!! আমি তাকে তার সামনে বসে বলে আসছি,এটা বাংলাদেশ,,তুফান সারা বছর থাকে না সাময়িক সময়ের জন্য আসে তার পরে সব কিছু আবার আগের অবস্থায় চলে আসে!!সময় কথা বলবে কি হবে ! দেশের সকল শ্রেনীর মানুষের কাছে আমার একটি প্রশ্ন::মানুষের জন্য আইন,না আইনের জন্য মানুষ?যদি আগে মানুষ হয় তা হলে কেন তত্তাবদায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হবে না,কেন এই দেশের মানুষ কে এই বার বার ধর্ষিত সংবিধান এর দোহাই দেয়া হচ্ছে?যদি মানুষের জন্য আইন হয় তা হলে কেন মতিঝিলের গনহত্যার বিচার হবে না? কেনো সরকার আইনের অপব্যাবহার করে সাধারন মানুষের সেবায় যে আইন সেই আইনের মারপেচে ফেলে তাদেরকে হত্যা করছে??আমার শেষ কথা "যদি আইনের জন্য মানুষ হয়"এমন আইন আমি মানি না,"এমন আইনের মায়েরে সালাম করি"!!!
বিষয়: বিবিধ
১৫০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন