!!আল্লাহ তুমি সকলকে এই জালিম সরকার এর হাত থেকে হেফাযত কর!!!!!!!
লিখেছেন লিখেছেন মাইর এর নাম বাবাজি ০৭ মে, ২০১৩, ০৩:২৭:০৪ রাত
আজকে আর লিখতে ইচ্ছে করছে না,এখন রাত ৩:৩৯ মিনিট আমার বুকে কেমন জানি এক ব্যাথা অনুভূতি হচ্ছে,এমন এক ব্যাথা যা কাউকে বলতে পারছি না,আমি আগেই বলে নেই আমি পাচ ওয়াক্ত নামাজ পরি না!আমি নামাজি ও না ।কিন্তু আমি নিজেকে একজন মুসলমান হিসেবে পরিচয় দিতে চাই,কারন আমি আল্লাহকে মনে প্রানে বিশ্বাস করি! আমার নিজেকে মনে হচ্ছে এক অপরাধী এখনো কেন চুপ করে বসে আছি?এমন দেশে কি কোন মানুষ থাকতে পারে যেখানে পশু পাখির মত মানুষকে গুলি করে হত্যা করা হয়!রাতের আধারে চলে গনহত্যা,লাশগুম,!আজকে আমি অনুভুতী করতে পারছি কেন মানুষ আত্যঘাতি হয়ে যায়!আজকে যার ভাই,বন্ধু,স্বামী,নিহত হয়েছে শুধুমাত্র তারাই জানে তারা কি হারিয়েছে! কুত্তার বাচ্চা হাসিনা আল্লাহর কাছে এই কাজের জন্য কি জবাব দিবে?নিড়িহ হেফাযতের কর্মিদের আজকে হিংস করে তুলছে যার পরিনাম সে নিজেও একদিন পাবে!!তারা হেফাযতে ইসলামকে জন্গি,আর জি,এম,বি বানাতে চাচ্ছে!!তবে যা ঘটেছে এটা দেশ ও জাতি লাল কলামে লিখে রাখবে,আল্লাহ নিহতের পরিবারকে দর্য দরার শক্তিদান করুন,এবং নিহতদের জান্নাতুল ফেরদাউস দান করুন এই দোয়া করি!!আল্লাহ তুমি সকলকে এই জালিম সরকার এর হাত থেকে হেফাযত কর!!!!!!!!!!!!!!!
বিষয়: বিবিধ
২২৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন