এই তাবিজটা পরে আমি কোন পাপ করলাম নাতো ????
লিখেছেন লিখেছেন মাইর এর নাম বাবাজি ০৩ মে, ২০১৩, ০৯:৪৬:৩৯ রাত
আমি একজন মুসলমান কিন্তু উপযুক্ত কারন ব্যাখা ছারা কিছু বলতে এবংশুনতে ইচ্ছে করে না ,,,যেমন পড়া পানি ,তাবিজ, ইত্যাদি!!কিন্তু আজ আমি হেরে গেলাম কোন কারন ছারা, ব্যাখা ছারা !আমার বাবা কোন দিন আমাদের ছোট বেলায় একটা কালো সুতাও পরতে দিত না! আজকে আমার মা এবং আমার বউ আমাকে একটা তাবিজ পরিয়ে দিয়েছে, এই তাবিজ আমার সকল দুশমনদের হাত থেকে আমাকে বাচাবে,এবং তারা আমার বন্ধু হয়ে যাবে.এমন কি রাইফেল এর গুলিও নাকি আমাকে কিছু করতে পারবে না!! আমি তাদেরকে আমার ছোট মাথা দিয়ে বুঝাতে চাইলাম যে এটা এক প্রকার শিড়ক সমতুল্য বললাম বাচাবে আল্লাহ তার হাতে সব,মানুষ এর হায়াত মউত আল্লাহর হাতে এই সকল বন্ড বাবারা আমার জন্য কি করবে, উনিতো আল্লাহর রহমত ছারা বেহেস্তে প্রবেশ করতে পারবে না,,,তারা আমাকে বলল একটা উছিলা লাগে,,আমাকে আরো বলল যে অসুখ হলে ডাক্তার এক কাছে কেন যাও?? আমি আর তর্ক না করে চুপ হয়ে গেলাম!! শেষে বলতে বাধ্য হলাম দাও আমি পরব''এতে যদি তোমাদের মনে হয় আমি বেচে যাব এবং তোমরা আমাকে নিয়ে আর দুসচিন্তা করবে না মনে শান্তি পাবে আমি পরব !আসলে আমি বেশি কিছু জানি না,,পরে একা একা বসে ভাবলাম আসলে এই তাবিজটা পরে আমি কোন পাপ করলাম নাতো? এর কোন কার কাছে যদি সঠিক ব্যাখা থাকে আমাকে দয়া করে জানাবেন!!!!!!!!!
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন