আমার দেশের রাজনীতি আজ কোথায় যাচ্ছে,আপনারা কি কেউ বুঝতে পাচ্ছেন দেশে আবার ১/১১ মত একটি ঝড় আমাদের তারা করে আসছে!
লিখেছেন লিখেছেন মাইর এর নাম বাবাজি ১৩ এপ্রিল, ২০১৩, ১০:৩৮:৪১ রাত
আমার দেশের রাজনীতি আজ কোথায় যাচ্ছে,আপনারা কি কেউ বুঝতে পাচ্ছেন দেশে আবার ১/১১ মত একটি ঝড় আমাদের তারা করে আসছে! যার অনেক নমুনা আমি পেয়ে গেছি,আজকের এই আওয়ামিলীগের অধীনে যদি নির্বাচন হয় তবে কেমন নির্বাচন হবে এটা আপনি আমি সকলেই জানি!!সুস্ট সুন্দর ও অবাধ নির্বাচনের জন্য এই দেশে কোন দলের অধীনে নির্বাচন আশাও করা যায় না । এর জন্য প্রয়োজন মধ্যবর্তি একটি সরকার, কিন্তু সেই পথ ও প্রায় বন্ধের দারপ্রান্তে! এই সরকারের সময় আছে আর মাত্র ৬ মাস, একটা আইন করতে হলে সংসদে পাস করতে হবে যদি সংসদ ই না থাকে এ আইন করবে কে? বি এন পি সহ কোন দল আওয়ামী সরকার এর মাধ্যমে নির্বাচনে যাবেনা! আওয়ামীলীগ একা নির্বাচনে যাবে ৮মাস জোড় করে রাজত্ত করবে !!তার পরে কি হবে আমি ও জানি না!! তাই আমার মনে হচ্ছে আবার আমাদের সেই অন্ধকার সেই কালো অধ্যায় দেখতে হবে!! আর আমরা নির্লজ্যের মত তাকিয়ে দেখবো!! আবার হবে আমাদের গনতন্ত্রের অপমূত্যু আর সংবিধান এর গনদর্ষন!!সংবিধান এর ইজ্জত লুন্ঠন করতে করতে এর অবস্থা আগেই শেষ করে ফেলছে । এমন দিন আবার আসবে মনে হলে শিউরে উঠে আমার গা! আবার মানুষের মৌন অধীকার হরন হবে!! আমরা হয়ে যাব পশুসমতুল্য শুন্য মন প্রান!!!!!!!!!!!! এটা আমার একান্ত ই নিজের ধারনা, এমন কিছু যাতে না হয় এই দোয়া ই করি!!!!!!!!!!!!!!!!
বিষয়: বিবিধ
১৫৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন