ফেরা আপন নীড়ে, আপন মানুষগুলোর হৃদয়ে।
লিখেছেন লিখেছেন ঘুম ভাঙাতে চাই ৩০ মার্চ, ২০১৬, ১০:৩৯:২৯ রাত
গত কদিন ধরে গুগলে ''টুডে ব্লগ'' লিখে Enter Button টা চাপি হাজিরও হয় চোখের সামনে ''বাধাহীন লেখার অঙ্গিকার টুডে ব্লগ'', কিন্তু তাতে ক্লিক করলেও লাভ হয়না। ব্লগটা মাঝে মাঝেই বাংলাদেশে বন্ধ হয়ে যায় তাতে অবশ্য আমি থেমে যাইনা, নানান উপায়, উপকরণ বের করে ঠিকই প্রবেশ করি। তখন ঠোটে ফুটে ওঠে প্রাপ্তির হাসি, তা আমি একাই অনুভব করি। কিন্তু এবার কোন বিকল্প পদ্ধতিও কাজ করছিল না। মাথায় একরাশ চিন্তা এসে নিজেকে ঘীরে ধরে। ব্লগটা কি চিরতরে বন্ধ হয়ে গেল? খুব পরিচিত মানুষগুলোকে হারিয়ে ফেললাম চিরদিনের মত? টুডে ব্লগের মানুষগুলোকে আমি কখনো দেখিনি, তাদের চোখে চোখ রাখিনি, হাত দিয়ে স্পর্শ করিনি কিন্তু মানুষগুলোকে আমি খুব ভালভাবে চিনি, জানি। আমার মন আমাকে বলে, এরা প্রত্যেকে অসাধারণ। শারিরিক আবরণের মাঝে যেই হৃদয়ের বসবাস, আমি সেসব হৃদয়গুলোকে অনুভব করি, মানুষগুলো হয়ে ওঠে আমার কাছে জীবন্ত-বাস্তব। তাদের কাছে আসা যায়, হৃদয় দিয়ে স্পর্শ করা যায় অথচ এসব মানুষগুলোকে আমি হারিয়ে ফেলব!! ভাবলেই হটাৎ চোখ ঝাপসা হয়ে ওঠে, হৃদস্পন্দন বেড়ে যায়।
আমাকে নিয়ে সবার অনেক কৌতুহল।
*আপনি মেয়ে, নাকি ছেলে?
*আপনি কেন পরিচয় গোপন রাখেন?
*আসলে আপনার দীর্ঘমেয়াদী কোন অসৎ উদ্দেশ্য আছে, তাই ভাল এর আবরণে কোন খারাপ উদ্দেশ্য বাস্তবায়ন চান, এজন্যই কি এই গোপনীয়তা??
*আপনি ভীতু, ফেক।
*সব ব্লগাররা কত মনখোলা, নিজেদের ব্যক্তি জীবনের কত কিছু অন্যদের সাথে শেয়ার করে, সবাই এক পরিবারের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আপনি এমন কেন?
*এত বছর ব্লগিং করেন অথচ এই কয়টা লেখা? বুঝাই যায় কোন মানের ব্লগার!!
আমার দিকে এমন হাজারো প্রশ্ন ও তীর্যক মন্তব্য সবসময়ই ধেয়ে আসে আর নিয়মিত সামালও দেই আমি। মাঝে মাঝে মন খারাপও হয় আমার। মনে আছে সেই ২০১১ তে ব্লগিং শুরু, আমার একটা পাবলিক ফেসবুক আইডিও ছিল। আমি তখন বেশ কয়েকটা ব্লগে নিয়মিত লিখতাম, ফেসবুকেও আমার ছিল বিপুল পরিমাণ ফ্রেন্ডস, ফলোয়ার, শত্রু-মিত্র সবই। ইনবক্স খুললেই কুপ্রস্তাব, বিয়ের প্রস্তাব, গালাগালি, হুমকি-ধামকি কোন কিছুই বাদ থাকতোনা। ঘন্টার পর ঘন্টা ব্যয় হত তর্ক-বিতর্কে- যতক্ষণনা তারা থামে। ইনবক্স আমি জাস্ট এড়িয়ে চলতাম, একান্ত প্রয়োজন না হলে কারো কথার উত্তর দেয়া থেকেও বিরত থাকতাম।অধিকাংশ কর্পোরেট প্রতিষ্ঠানগুলির ফেসবুইক পেজে আমি ছিলাম নিষিদ্ধ, ব্লগ আইডি বাতিল ছিল আমার নিয়তি। আসলে ভার্চুয়াল জগতে অনেক ছেলেমেয়েই আসে ''ইসলামের আলো জ্বালাবে মানুষের মনে'' এমন আশায়, কিন্তু নিজেরাই উল্টো জ্বলে-পুড়ে ধ্বংশ হয় ফেৎনায়। হাজার হাজার ফ্রেন্ডস-ফলোয়ার, ইসলাম বিদ্বেশীদের চোখ রাঙ্গানী_ এসব বিষয়বস্তু তাকে নিজের ব্যাপারে একটা সময় অহংকারী করে তোলে বা আক্রমণাত্নক হতে অনুপ্রাণিত করে। ইনবক্সে অনেকেই পার্সোনালী নানান জিনিস জানাচ্ছে, তার প্রতি নিজের আকর্ষণের কথা বলছে- এসব তাকে আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত করে। আর মেয়ে হলে তো কথাই নেই!! ছেলেরা যখন দেখে পড়াশুনা জানা কোন মেয়ে ইসলাম নিয়ে সুন্দর সুন্দর যুক্তি দিচ্ছে_ তখন তাদের মাথাতে কাজ করে: মেয়ে শিক্ষিত, ইসলামের ব্যাপারে ভালই জানে কাজেই দেখতেও নিশ্চয়ই সুন্দরী হবে!!! ওহ গড! এমন মেয়ে যদি কপালে জোটানো যায়!!
শুরু হয় তাদের মিশন। প্রতিদিন গন্ডাখানিক ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট, ইনবক্সে প্রেম প্রস্তাব, বিয়ের প্রস্তাব, কুপ্রস্তাব এমনকি কিছু মেয়েদের থেকেও সমকামীতার প্রস্তাব!! সাথে তো আবার ইসলাম বিদ্বেশী মাতাল পুরুষদের জঘন্য গালাগালি, নোংরা ম্যাসেজ ইত্যাদি আছেই। এসব ছেলেমেয়েদের অনেকেই তাই মাঝপথে হোচট খায়। ইসলামের বদলে হৃদয়ে জায়গা করে নেয় ভার্চুয়াল প্রেমালাপ, তারা বিচরণ করে ড্রিমল্যান্ডে। এবার ইসলামের প্রচারণা বাদ দিয়ে নিজেকে প্রচার করে,প্রকাশ করে আরো বেশি করে_ অতঃপর একদিন সে মিলিয়ে যায়।
আরেকশ্রেণীর বিবরণ খুব ছোট আকারে দিতে চাই। এরা খুব বেশি আক্রমণাত্নক ভঙ্গিতে সামনে এগোতে চায়। নিজের আসল পরিচয়, মন, মানষিকতা সব কিছু দিয়ে এরা লড়তে চায় কিন্তু তাদের মিলিয়ে দেয়া হয়, নিরাপত্তা বলে কিছুই থাকেনা এদের, স্মৃতি হয়ে যায় এরা।
বিগত কয়েকবছরে অনেক বিচিত্র অভিজ্ঞতা হয়েছে আমার। আমি কোন দলেই নাম লেখাতে চাইনি, তাই আমি অদৃশ্য। জীবনে এই প্রথম নিজেকে নিয়ে কোন ব্লগ লিখছি সবটুকু আবেগ-অনুভূতি দিয়ে। গতকাল রাতে অবশেষে ব্লগে ঢুকতে পেরেছি।স্বস্হির নিশ্বাস ফেলে লগইন করতেই দেখলাম ১৬৯ টা ব্লগীয় পোস্ট পড়ার নিমন্ত্রণ। চিরচেনা মানুষগুলোর নাম ভেসে উঠছে কম্পিউটারের পর্দায়। মাঝে অনেকগুলো দিন চলে গেল আর ফীরলাম অবশেষে যেন আপন নীড়ে। ভাল থাকুক টুডে ব্লগ, ভালো থাকুক আমার আপন মানুষগুলো।
বিষয়: বিবিধ
১৬৯৬ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভার্চুয়াল জগত সে তো একটি রেকর্ড, হয়তো কেউ মনে করতে পারে এটি আমার একান্ত গোপনীয় আলাপ আলোচনা। অন্যকেউ হয়তো জানবে না। কিন্তু প্রতিটি বিষয়ই যে রেকর্ড করা হচ্ছে তা হয়তো অনুমান করা যাচ্ছে না।
যদি দুনিয়ার সিস্টেম এমনই হয়, আখিরাতে আমাদের আমলনামা দেখে নিজের চেহারা আয়নায় দেখার মত পরিস্কার ভাবে ফুটে উঠবে, তখন তো অস্বীকার করার মত কিছুই থাকবে না।
আপনার অনূভূতিগুলো সত্যিই চমৎকার। পঁচা সমাজ ব্যবস্থা থেকে নিজেকে আড়াল করে রাখাই নিরাপদ। অনেক অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ খাইর।
একটা হাদিয়া না দিলে তো হয়না-
আপুনিটা
লিখাটা দেখে ও চলে যেতে হয়েছিল, কারন গত কয়েক দিন ধরে কিছু লিখার এনার্জি ছিল না, এখন কিছুটা ভালো লাগছে, আলহামদুলিল্লাহ।
তুমি ছেলে হও বা মেয়ে কি এসে যায়??
ভালোবাসি নিজের ছোট ভাই বোনের মত ই,
ভালো লাগে যখন তোমাদের কাছ ও অনুরুপ প্রতিদান পাই।
আমার অবশ্য ফেইস বুক id আছে, আছে সেখানে বেশ কিছু গুণী ও ভালো মনের মানুষ। আর ব্যাতিক্রম তো থাকবে ই, তাদের কে এড়িয়ে ই চলতে হবে।
প্রথম দিকে আমি ও নিজেকে ছেলে সাজিয়ে রাখতাম, এখন অবশ্য স্বামী, সন্তান দের পরিচয় দেই, এতে কাজ হয় ভালো ই।
মাঝে মাঝে অবাক হই, কিছু কিছু এত এত নিজের ছবি দিয়ে কিভাবে টিকে থাকে!!!
অপি ছেলেদের ফ্রেন্ড লিস্টে রাখবেন না। ছেলেদের বলবেন ফলো দিয়ে রাখতে ফ্রেন্ড রিকোয়েস্ট যেন না দেয়। কিছু জানার ইচ্ছা হলে কমেন্ট অপশনে কমেন্ট করব সবাই দেখবে ইনবক্স মানেই তাদের বাড়তি সুযোগ দেয়া। যাইহোক অপি অনেক অনেক অনেক ধন্যবাদ এই পিচ্চিটাকে মনে রাখার জন্য়
মজার ব্যাপার হলো
আমার আইডি সব সময় ই
আমার উনার মোবাইলে
লগিং করা থাকে,
আর বিষয়টা আমার লিস্টের পরিচিত রা সবাই ই জানে
তারপর ও কেউ যদি
উলটা পালটা পথে এগোতে চায়
নিজের জালে নিজেই নাজেহাল হয়
অতএব মন্তব্য নিষ্প্রয়োজন।।ধন্যবাদ।
আপা আপনি খুবই চমতকার লিখেছেন যেমন ভাবে দ্য স্লেইভ ভাই মন্তব্য করেছেন আমি ঠিক তেমন না তার থেকেও আমার কাছে একটু বেশী জ্ঞানী বলে মনে হলো
আরো লিখেন এবং আমাদেরকে সন্দুর সুন্দর লেখা উপহার দিবেন
ধন্যবাদ
কে কি বললো দেখার দরকার নাই, আপনি আপনার মতই চালিয়ে যান।
আপনার লেখাগুলোর মাঝে কেমন যেন গন্ধ পাই। আপনার লেখায় প্রতিবাদের প্রকাশ এককথায় অসাধারণ।
- - -
আমরা আশাকরি ভবিষ্যতে আমরা একজন কলম সৈনিক পেতে যাচ্ছি।
আমার প্রিয় একটি পঙ্ক্তিই উল্লেখ করছি আপনার জন্য।
''এ কথা ভেবো না তুমি অত্যাচারী জালিমের ভয়ে
থেমে যাবে মানুষের মনুষ্যত্ব। জুলুম-শাহীর
ত্রাসনে হয়নি শেষ কোন দিন ধর্ম-নীতি; শুধু
মিটে গেছে জালিমের নাম ও নিশানা।
- ফররুখ আহমদ''
আপনার লেখায় এমন প্রতিবাদ পাই বলে আমার মনে হয়।
তবে আপনার লেখার অনেক দিক আছে উন্নতি করার। মূলত লেখাকে পরিচর্যা করতে হবে।
এগিয়ে যান কলম হাতে সত্যের পথে- অন্যায়ের বিরুদ্ধে।
জাযাকিল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন