নিজেকেই শান্তনা দেয়া। :(

লিখেছেন লিখেছেন ঘুম ভাঙাতে চাই ১০ মার্চ, ২০১৫, ০৬:১১:৩৬ সন্ধ্যা



মাত্র দেড় বছরের ব্যাবধানে দুনিয়াটা আর একরকম থাকেনা। সব কিছুই পরিবর্তন হয়ে যায়। মানুষগুলোও অন্যরকম হয়ে যায়। তাদের মানষিকতা, চিন্তা কোনকিছুই আর একরকম থাকেনা। দেড়বছর আগে যেটা পাবার জন্য মানুষ কান্নাকাটি করে সেটাই দেড়বছর পরে তুচ্ছ, অপ্রয়োজনীয়, বোঝা মনে হয়। তবুও কিছু মানুষ আছে যারা বোকার মত অতীততে আঁকড়ে ধরে বাঁচতে চায়।তারা বিশ্বাস করে সব কিছুই আগের মত আছে কিন্তু বাস্তবতা তাদের সামনে এসে দাড়ায়, একদম মুখোমুখি অবস্হানে।

আমরা মানুষ আমরা সবাই সুখী হতে চাই। বিশ্বাস করি, এই জীবনটা আমার আমি যেভাবে চাই সেভাবেই আমি আমার জীবন সাজাব, সেভাবেই চলব। আমরা ভেবে বসি আমি নিজেই নিজের জীবনের নিয়ন্ত্রক। কিন্তু আমরা যেভাবে সব কিছু পেতে চাই, যেভাবে চিন্তা করি সেভাবে সবকিছু হয়না। হটাৎ করে কোন দুর্ঘটনা ঘটে যায়, খুব কাছের কাউকে হারিয়ে ফেলি যাকে হারানোর কথা ছিলনা_ আমরা বুঝতে পারিনা, খুঁজে বের করতে পারিনা এই দূর্ঘটনা আর এই হারানোর কারণ কি? কেন এমন হয়ে গেল? এমন তো হবার কথা মোটেও ছিলনা!!! আমরা হতাশ হই।

আসল কারণ হল, আমরা ভুলে যাই আমরা মানুষ। আজ আমি দুনিয়ার মাটিতে দাড়িয়ে অথচ একটা সময় আমি কিছুই ছিলাম না, আবার একটা সময় থাকবোওনা। আমরা ভুলে যাই আল্লাহ বলে একজনের অস্তিত্ব আছে, তিনি সবসময় বিরাজমান। ভুলে যাই তিনিই আমাদের স্রষ্টা, তিনিই আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন এবং তিনিই লিখে রেখেছেন. "আমাদের জীবনে কি কি ঘটবে??" আমরা এটাকে কখনো মেনে নিতে পারিনা যে, " আমাদের ভাগ্য অন্য কেউ লিখে রেখেছে, ভাল-মন্দ সব কিছুই যা হচ্ছে প্রত্যেকটি আল্লাহ ঘটাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকেই সব কিছু হচ্ছে।" কিন্তু তিনিই সবকিছুর নিয়ন্ত্রক আর এটিই সত্যি।

তাই আপনি যখন নিজেই নিজের নিয়ন্ত্রক ভেবে বসেন তখনই আল্লাহ পরিস্হিতিটা দুর্ঘটনায় পরিণত করেন যেন মানুষ বুঝতে পারে," সে মানুষ, ভাগ্য নিয়ন্ত্রক না।" কারণ আল্লাহ চান তার দিকে মানুষ ফীরে যাক। অথচ ঠিক এই মুহূ্র্তটাতে এসে দাড়াতেই অধিকাংশ মানুষ সবসময়ই ভাগ্যের দোষ দেয়, আল্লাহকে দোষারোপ করে থাকে অথচ আপনি সবসময়ই দেখবেন আপনার চাইতে কেউ না কেউ অনেক বেশি পরিমাণে বিপদগ্রস্হ। আল্লাহ ইচ্ছা করলে তার জায়গায় আপনাকেও রাখতে পারতেন। কিন্তু আপনি তার থেকে কম বিপদগ্রস্হ। এটাই সত্য। দুনিয়াটা পরীক্ষার জায়গা চিরস্হায়ী জায়গা না।

বিষয়: বিবিধ

১৩০০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308228
১০ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! এজন্য বলা হয়েছে আর্থিক অবস্থায় যারা আরো কষ্টে আছে তাদের দিকে দৃষ্টিপাত করতে কিন্তু আখলাকে যারা যারা অনেক উঁচুমানে তাদর দিকে দৃষ্টিপাত করতে!

আমরা যেনো গাফেল হয়ে না পড়ি, সর্ববস্থায় যেনো স্মরনে রাখি আমাদের প্রভু, আমাদের নিয়ন্ত্রনকর্তা আমাদের কর্ম লক্ষ্য করছেন,আমাদের হিসাব নিবেন!

চমৎকার লিখাটির জন্য শুকরিয়া!

আমি ফাস্টু Thumbs Up

শুকরিয়া ও শুভকামনা রইলো Angel Praying Good Luck
১০ মার্চ ২০১৫ রাত ১০:০০
249313
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ওয়ালাইকুম আস সালাম আপি। কেমন আছ আপি? ব্লগ ছেড়েছি অনেকদিন আগে। যাদের লেখা পড়লে সবসময় আশ্চর্য হই তাদের মাঝে সাদিয়া মুকিম আপি সবার আগে। আর যাদের দেখে দেখে ব্লগ লেখা শিখেছি তাদের মাঝে সাদিয়া মুকিম, মারিয়া আপু, নেটপোকা ভাইয়া ছিল অন্যরকম অনুপ্রেরণা। অনেক ধন্যবাদ আপি তোমার মন্তব্যের জন্য। জাঝাক আল্লাহ. Pray for me Happy
308235
১০ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
সত্যলিখন লিখেছেন : শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর যিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়।
সূরা রা’দ-28


১০ মার্চ ২০১৫ রাত ১০:০৫
249315
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সত্যিই তাই। এসব আয়াতগুলোই তো এত হতাশার মাঝেও, কষ্টের মাঝেও আশা জাগায়। অনেক ধন্যবাদ আমাকে কোরানের একটি আয়াত মনে করিয়ে দেয়ার জন্য। জাঝাক আল্লাহ ফিদ দুনইয়া ও য়াল আখিরাহ
308253
১০ মার্চ ২০১৫ রাত ০৯:৫৯
আফরা লিখেছেন : ভাইয়া বেশি বেশি লিখুন যদি আমাদের ঘুম ভাংগে অনেক সাদকায়ে জারিয়া আপনার আমল নামায় যোগ হতেই থাকবে । ইনশা আল্লাহ ।

অনেক ভাল লেখা ধন্যবাদ ভাইয়া ।
১১ মার্চ ২০১৫ সকাল ১০:১১
249368
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এটা মনের কিছু এলোমেলো চিন্তা। হতাশায় ভুগছি, বাস্তবতার সাথে নিজের ভাগ্য মেলাতে পারছিনা তাই নিজেকে শান্তনা দিয়ে যাচ্ছি। আমার তো লেখার চেয়ে আপনাদের লেখাগুলো পড়তেই বেশি ভাল লাগে। আপনি একজন প্রতিভাবান ব্লগার আপনিও বেশ ভাল লেখেন। Happy অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। জাঝাক আল্লাহ।
308347
১১ মার্চ ২০১৫ দুপুর ০২:২২
ইবনে আহমাদ লিখেছেন : এই অনুভুতিটা মানুষকে ভাল করতে পারে। পারে কেন বলছি অবশ্যই।
আমার আপনার সকলের যেন এই মানসিক চেতনা হয়। আমীন।
১১ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৭
249420
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। আমীন
365865
১৬ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:১২
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

তোমার তো দেড়বছর,
আর আমার সাত দিনে ই সব হিসেব
এলোমেলো হয়ে গিয়েছিলো
তবে ভরসা করার জন্য
আল্লাহ ছাড়া আর কাউকে পাইনি বা পাইনা
১৭ এপ্রিল ২০১৬ রাত ১২:১৪
303554
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপু তোমাকে অনেক অনেক থ্যাংকস। আমার যে এমন একটা লেখা ছিল আমি ভুলেই গিয়েছিলাম। আমার এখনকার দিনগুলো মোটেও ভাল যাচ্ছেনা, নিজেকে হারিয়ে ফেলেছি যেন কোথায়? উদ্দেশ্যহীন গন্তব্য চরম হতাশায় নিমগ্ন আমাকে তুমিই এই লেখাটায় নিয়ে আসলে অনেক ভাল লাগছে পড়ে। আমি না সত্যি ই জানিনা আমার কি হবে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File