ক্ষণস্হায়ী অনুভূতিগুলো......

লিখেছেন লিখেছেন ঘুম ভাঙাতে চাই ২৬ আগস্ট, ২০১৪, ১১:৩০:১১ সকাল

-একটা সময় আমাদের টেবিলের সামনে কোন কম্পিউটার ছিলনা। কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেমও ছিলনা, টেবিলটার সামনে ছোট একটা জানালা ছিল তবে তা দিয়ে চোখ মেললে দেখা যেত বিশাল নীল আকাশ আর পৃথিবীর বিশালত্ব।

-একটা সময় আমাদের ঘুম ভাঙ্গানোর জন্য মোবাইল নামক অত্যাধুনিক কোন যন্ত্রও বালিশের পাশে থাকতোনা। তবে তাই বলে আমরা ঘুমিয়ে থাকতাম না, ভোরের পাখি সুমিষ্ট আওয়াজে আমাদের ডেকে তুলত।

-একটা সময় আমাদের হাতে ফেসবুক, টুইটার, স্কাইপে,নিমবাজ,ভাইবার নামক কোন এ্যাপস ছিলনা, ফ্রেন্ডলিস্টে হাজার হাজার ফ্রেন্ড ছিলনা। আমাদের জীবনের সাথে জড়িয়ে ছিল অল্প কিছু বন্ধু যারা ছিল জীবন্ত। যাদের ছোয়া যেত,তাদের দিকে চোখ বোলালে মন শান্ত হয়ে যেত।

-একটা সময়ে আমাদের পরিচিত মানুষ খুব কম ছিল কিন্তু তারা ছিল অনেক আপন। "আমার মন খারাপ" এটা বোঝানোর জন্য "ফিলিং স্যাড" লিখে ফেসবুকে পোস্ট করতে হতনা আপন মানুষগুলো মুখ দেখেই অনুভূতি বুঝে ফেলত। মাথায় হাত বুলিয়ে জিঙ্গেস করত, কি হয়েছে রে?

-কোন এক সময়ে আমরা চ্যাট করতে জানতামনা কিন্তু ভাইবোন, আত্বীয়-স্বজন একসাথে হলে আমরাও গল্পে মেতে উঠতাম, উজাড় করে দিতাম নিজেকে।

-আজকের মত তখনও বাবারা সন্ধায় ঘরে ফীরত তবে হাতের স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব নিয়ে বসে পরত না_ সন্তানের দিকে চেয়ে তাদের চোখ স্নেহ-মমতায় চকচক করে উঠত। তারা সন্তানকে নিয়ে অন্য কোন জগতে হারিয়ে যেতেন, ফেসবুক-টুইটারে ডুব দিতেন না।

-সেদিনও পুরুষেরা ঘরে ফীরত দরজাটা খুললেই অর্ধাঙ্গীনীর উপর চোখ পরত,অর্ধাঙ্গীনীর মন জয়ের চেষ্টায় সে লিপ্ত হয়ে যেত। আজও পুরুষেরা ঘরে ফেরে পার্থক্য হল, পুরুষ তার হাতের স্মার্টফোনের ক্যামেরার চোখ দিয়ে স্ত্রীকে দেখে। স্ত্রীর মুখের সাথে নিজের সেলফি ফেসবুকে পোস্ট হয়। স্ত্রী আর আজ অর্ধাঙ্গর কথায় সন্তুষ্ট হয়না ফেসবুকে সেলফীর প্রসংসায় অর্ধাঙ্গীনী হেসে উঠে।

-আজ আমাদের আমাদের পকেটে মোবাইল,হাতে ট্যাব, বাসায় কম্পিউটার আর কত শত এ্যাপস_ ইচ্ছে হলেই মুহূর্তেই পৌছে যেতে পারি আপন মানুষগুলোর কাছে কিন্তু আজ আমরা অনেক ব্যাস্ত আপন মানুষগুলোর খোঁজ-খবর নেয়ার সময়ও আমাদের হাতে নেই।

-আমরা কি আজো মানুষ আছি? আমাদের অনুভূতি বলে আজো কি কিছু আছে? এত মানুষ তবুও আমরা এত একা কেন?

বিষয়: বিবিধ

১৪২২ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258362
২৬ আগস্ট ২০১৪ সকাল ১১:৫০
ওরিয়ন ১ লিখেছেন :
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৫
202023
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হা হা!কমেন্টের জন্য ধন্যবাদ।
258363
২৬ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৩
সন্ধাতারা লিখেছেন : Wonderful Jajakallahu khair.
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৬
202024
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : জাঝাক আল্লাহ সন্ধাতারা। Good Luck
258372
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:১১
কাহাফ লিখেছেন :
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৩
202026
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্টের জন্য।Good Luck
258381
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩১
মামুন লিখেছেন : " আমরা কি আজো মানুষ আছি? আমাদের অনুভূতি বলে আজো কি কিছু আছে? এত মানুষ তবুও আমরা এত একা কেন?"- কঠিন লিখেছেন ভাই!! আপনার প্রশ্নের একটিরও উত্তর আআম্র জানা নেই। তবে এর প্রতিটি ই আমার নিজের জীবনে আমি করছি... ধীরে ধীরে এই যন্ত্রের সাথে এক হয়ে আমিও এক যান্ত্রিক জীবনযাপন করছি। ফিরে আসতে চাইলেও পারছি না। এটি একটি নেশার মত হয়ে গেছে এখন। আপনার নান্দনিক লেখাটির জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তবে আমি এখন থেকে বাসায় ফিরে ল্যাপটপ নিয়ে আগে বসবো না। ছেলেমেয়েদেরকে সর্বাগ্রে সময় দিবো, এটা কথা দিচ্ছি ইনশা আল্লাহ। Rose Rose Rose
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
202158
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ৩ বছরের ব্লগীয় দক্ষতা আর বর্তমান বাস্তবতা একসাথে মিলিয়েছি আর যেহেতু বাস্তবতাটাই এমন তাই তা আমাদের জীবনের সাথে মিলে যাচ্ছে। বাবা-মায়েরা জানি ইদানিং কোথায় হারিয়ে যাচ্ছে, সন্তান থেকে দূরে। বাবা-মায়ের এমন আচরণের জন্য সন্তান নিজেকে একা ভাবা শুরু করে, অবহেলিত ভাবতে শুরু করে সে চায় কেউ তাকে নিয়ে ভাবুক তার কাছে থাকুক।এই আবেগ তার কাছে অনেক বড় হয়ে দাড়ায়। কোন অপরিচিত ছেলে বা মেয়েকে কাছে টেনে নেয় সম্পর্ক শুরু হয় প্রেমে গড়ায় কিন্তু ধোঁকা খায় সে আরো বিমর্ষ হয়ে পরে। না পারে ব্যাপারটা বাবা-মার সাথে শেয়ার করতে না পারে যন্ত্রণা সহ্য করতে। তাই গার্ডিয়ানদের উচিত সন্তানদের কাছাকাছি থাকা। দোয়া করি আপনি যেন সন্তানদের ভাল বন্ধু হয়ে পাশে থাকতে পারেন।
258402
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৫
আবু জান্নাত লিখেছেন : আসলে ভাই মাঝে ভাবনার জগতে হারিয়ে যাই, বিদেশ থেকে চিঠি আসতো ২ মাসে, উত্তর পেতে সময় লাগতো আরো ৩ মাস, অনকে মহিলা চিঠি পড়তে পারতো না, পাশ্বের বাড়ির স্কুল পড়ুয়া মেয়েকে বলতো আমাকে একটু পড়ে শুনাও। আজ কি হয়ে গেল, মুহুর্তেই ভিডিও কলসহ সকল অনুূভূতি।
কিন্তু এক কিছুর মাঝেও কেন জানি প্রাণ নেই, যার করণে আজ অহরহ ছড়িয়ে পড়ছে পরকিয়ার মত ভয়াভহ ভাইরাস।
২৬ আগস্ট ২০১৪ রাত ০৮:১৮
202168
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হ্যা ভাইয়া একদম সত্যি কথা বলেছেন। প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করেছে ঠিকই কিন্তু অমানুষে পরিণত করেছে। তবে আমার মনে হয় যেহেতু আপনি প্রবাসীদের বিষয়গুলো তুলে ধরেছেন, প্রবাসীদের স্ত্রীদের পরকিয়ার কথা বলেছেন এর জন্যে পুরোপুরি প্রযুক্তিকে দায়ী করা যায়না। দেখেন একজন নারীও রক্ত মাংসের মানুষ তারতো কিছু চাহিদা আছেই, তারপর প্রবাসীদের স্ত্রীরাও শ্বশূরবাড়ির লোকেদের কাছে ভাল ব্যাবহার পায়না। তাই স্বামীর অনুপস্হিতি, শারিরিক চাহিদা ও শ্বশুরবাড়ির লোকের অবহেলা, আশেপাশের লোকের কুনজর ইত্যাদির জন্য তারা বাধ্য হয়েই বা না বুঝেই পরকিয়ায় জড়িয়ে পরে। দেখেন আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই তখন দেখা যায় মুসলিমরা জিহাদের সময়ে নিজ পরিবার সহ যাত্রা করত। যারা বিবাহিত ছিলেন কিন্তু পরিবার ফেলে জিহাদের ময়দানে এসেছেন বেঁচে থাকলে তাদেরকে কয়েকমাসের ব্যাবধানেই নিজ পরিবারের কাছে পাঠিয়ে দেয়া হত। তাই ভারসাম্য রক্ষা হত কোন অন্যায় এর পথে পা বাড়াতে হতনা। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে? বিয়ে করে স্ত্রীকে ফেলে প্রবাসি স্বামী বছরের পর বছর বিদেশে পরে থাকেন এ অবস্হায় একজন বিবাহিত নারী কতদিন নিজেকে সংযত রাখবে? আমার প্রবাসী অনেক আত্বীয় এর কাছে শুনেছি প্রবাসী বিবাহিত পুরুষদের বড় একটা অংশ নিয়মিত পতিতালয়ে যাতায়াত করেন। কারণটা সহজ তাদেরও শারিরিক চাহিদা বলে কিছু আছে। কাজেই তারাই যখন আবার আশা করেন বছরের পর বছর তার স্ত্রী দেশে বসে তার জন্য স্বতীত্ব রক্ষা করে চলবে তখন সেটা শুনতে বোকা বোকা লাগে।
কাজেই সমস্যা অন্য জায়গায় প্রযুক্তি হয়ত আরো সমস্যা বাড়িয়ে দিয়েছে এই যা।
২৬ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৩
202182
আবু জান্নাত লিখেছেন : আপনার সাথে সম্পূর্ন একমত, আপনি লিখেছেন : "প্রবাসী বিবাহিত পুরুষদের বড় একটা অংশ নিয়মিত পতিতালয়ে যাতায়াত করেন। কারণটা সহজ তাদেরও শারিরিক চাহিদা বলে কিছু আছে। কাজেই তারাই যখন আবার আশা করেন বছরের পর বছর তার স্ত্রী দেশে বসে তার জন্য স্বতীত্ব রক্ষা করে চলবে তখন সেটা শুনতে বোকা বোকা লাগে।"

সত্যি বলতে কি! আমরা প্রবাসে থাকি, এসব কিছু নিজের চোখেই দেখতেছি, আমার এক রুমমেট একদিন কুকর্ম সেরে রুমে এসে গল্প করতেছে, ফিলিপাইনি, ইন্দোনেশিয়ান ও লেবাননী পতিতারা কেমন। এরই মধ্যে আমি রুমে আসলাম, হটাৎ যেন সবাই চুপচাপ নিরব, জিজ্ঞাস করলাম কি হল সবাই চুপচাপ বসে আসেন কেন? কিন্তু কোন সদুত্তর পেলাম না, আমি তো দরজার বাহিরে মুজা খূলতে খুলতে সবই শুনেছি। কিছুক্ষণ পর তাকে একান্তে বললাম, যদি আপনার বউ কারো সাথে এই কাজ করে আপনার প্রতিক্রিয়া কি হবে। তার যেন চোখ কপালে উঠল, বলল কি? সঙ্গে সঙ্গে তালাক দিবাে। আমি তাকে ঠান্ডা কথায় বুঝালাম, এমন কাজ সে করলে যেমন অপরাধ, আপনি করলেও একই অপরাধ, আরো অনেক যুক্তি দেখালাম, অতঃপর সে ওয়াদা করল আর কোন দিন ঐকাজে যাবে না।
আসলে ভাই প্রবাসে যিনা ব্যাভিচার একেবারে সহজ ব্যাপার, আর এ ক্ষেত্রে অনুসন্ধান করে দেখলাম, যারা প্রবাসে কূকর্মে জড়ায় তাদের স্ত্রীরাও কূ কর্মে জড়ায়, এটাই বাস্তবতা, কেউ বিশ্বাস করুক আর নাই করুক, আমি কিন্তু এটাই বিশ্বাস করি, কারণ আল্লাহ তায়ালা বলেছেন : الْخَبِيثَاتُ لِلْخَبِيثِينَ وَالْخَبِيثُونَ لِلْخَبِيثَاتِ ۖ وَالطَّيِّبَاتُ لِلطَّيِّبِينَ وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ এ আয়াত থেকে ইহা স্পষ্টই বুঝা যায়। যদি আল্লাহর ভয় না থাকে, যে কেউ একাজে জড়িয়ে যাওয়া একেবারে সহজ ব্যাপার।

আল্লাহর কাছে ফানাহ চাই। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন। আমীন।
২৬ আগস্ট ২০১৪ রাত ১০:৫২
202216
বৃত্তের বাইরে লিখেছেন : বাস্তবসম্মত মন্তব্যের জন্য ধন্যবাদ@ঘুম ভাঙাতে চাই আপনাকেGood Luck Good Luck
২৬ আগস্ট ২০১৪ রাত ১১:০৯
202226
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমীন @ আবু জান্নাত ভাই। @বৃত্তের বাইরে আসলে দীর্ঘদিন ব্লগের বাইরে আগের মত মন টানেনা। আপনাদের ।মিস করি। আপনাকেও অনেক ধন্যবাদ মনে রাখার জন্যGood Luck
258559
২৬ আগস্ট ২০১৪ রাত ১০:৫১
বৃত্তের বাইরে লিখেছেন : প্রযুক্তি দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ। ধন্যবাদ আপনাকে
২৬ আগস্ট ২০১৪ রাত ১১:১০
202228
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : একদমই সত্যি। আপনাকেও অনেক ধন্যবাদ।Good Luck Good Luck
258572
২৬ আগস্ট ২০১৪ রাত ১১:০৯
সাদিয়া মুকিম লিখেছেন : সুন্দর ও বাস্তব অনুভূতি!
আমরা তো তাও বলতে পারি একটা সময় সুন্দর আবেসগঘন সময় কাটিয়েছি, দুঃখের সাথে বলতে হয় আমাদের ছেলেমেয়েরা জন্মের পর থেকেই যান্তিকতা দিয়েই আবেগ পার করছে! Broken Heart

সুন্দর লিখার জন্য শুকরিয়া Good Luck
২৬ আগস্ট ২০১৪ রাত ১১:১৪
202233
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মুকিম আপু কেমন আছ? অনেকদিন পর ব্লগে আসলাম। তোমার লেখা আমার থেকে অনেক অনেক ভাল, মানুষের হৃদয়ে প্রবেশ করার মত যোগ্যতা তুমি রাখ। জাঝাক আল্লাহ আপি। Good Luck Good Luck
২৭ আগস্ট ২০১৪ রাত ১২:২১
202271
সাদিয়া মুকিম লিখেছেন : আলহামদুলিল্লাহ! আল্লাহ ভালো রেখেছেন! অনেকদিন পর সবাইকে পেয়ে ভালো লাগছে! বারাকাল্লাহু ফিক! আল্লাহ পছন্দ করেন এমন কাজে ব্যস্ত থাকার তৌফিক দিন তিনি আমাদের সবাইকে! শুভকামনা রইলোGood Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File