কিয়ামত কি আসলেই নিকটবর্তী?
লিখেছেন লিখেছেন ঘুম ভাঙাতে চাই ২৫ জুলাই, ২০১৪, ০২:৩০:৩৭ দুপুর
*আহমাদ ইবন ইউনুস (রঃ).. আবূ হুরাইরা (রাঃ) নবী সল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে,তিনি বলেছেন: কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না আমার উম্মাত পূর্বযুগীয়দের আচার-অভ্যাসকে বিঘতে বিঘতে, হাতে হাতে গ্রহণ না করবে। জিঙ্গাসা করা হল, ইয়া রাসূলাল্লাহ! পারস্য ও রোমকদের মত কি? তিনি বললেন, লোকদের মধ্যে আর কারা? এরাই তো! (বুখারী-৬৮২০, ইফাবা)
#উদাহরণ দেয়ার আদৌ কোন প্রয়োজন নেই কারণ পাশের বাসার "টেইলর সুইফট" এর গানে মাথা ভনভন করছে।
#কিয়ামত পূর্ব সময়ের অবস্হা____
*হাসান ইবন সাব্বাহ (রঃ).। আনাস ইবন মালিক (রাঃ)থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: লোকেরা পরস্পরে প্রশ্ন করতে থাকবে যে, ইনি (আল্লাহ) সবকিছুরই স্রষ্টা, তবে আল্লাহকে কে সৃষ্টি করলেন?(বুখারী-৬৭৯৮,ইফাবা)
#উদাহরণ: বর্তমান মুক্তচিন্তার লোকজন বা নাস্তিক সম্প্রদায়। থাবা বাবা মনে হয় উত্তরটা এতক্ষণে পেয়েও গেছে।
#কিয়ামতপূর্ব সময়ের কিছু মুসলিমের অবস্হা___
#মুসলিমরা কাফিরদের ন্যায় মূর্তিপুজায় লিপ্ত হবে...(রেফারেন্স মনে নেই তবে সহীহ হাদিস)
#উদাহরণ:
এই হাদিসটা পড়ার পরে ভাবছিলাম এটা কিভাবে সম্ভব?
বসে ছিলাম আব্বু-আম্মুর ঘরে। হটাৎ টিভির আওয়াজে সেদিকে চোখ আটকে গেলো। স্টার জলসায় সিরিয়াল চলছে যেখানে নায়িকা মূর্তিপুজা করছে যা আব্বু-আম্মুর শোয়ার ঘরে চলছে। যুক্তিবিদ্যা খাটালে, মূর্তিপুজাটা আমাদের ঘরেই হচ্ছে।
প্রতিটি মুসলিম ঘরেই মূর্তিপুজা হচ্ছে। ঘরের মধ্যে টিভিতে ভারতীয় সিরিয়াল চলছে যাতে প্রতিনিয়ত মূর্তিপুজাকে বড় করে, সৌভাগ্যের কারণ হিসেবে মুসলিমদের সামনে দেখানো হচ্ছে। মূর্তির সামনে সিরিয়ালের নায়ক নায়িকা পুজা-আর্চনা করছে, ভক্তিমূলক গান গাইছে মুসলিমরা তা মুগ্ধ হয়ে দেখছে-শুনছে। তাদের মনে মূর্তিপুজার প্রতি, মুশরিকদের কালচারের প্রতি সহানুভূতি তৈরী হয়ে গেছে তাই তারা মোটেও আর বিষয়টিকে খারাপভাবে দেখছেনা।
কিছুদিন আগে পাশের বাসার পিচ্চি "তৃষা" সকালে উঠে ওর মাকে বলছে, আম্মু তুমি সকালে পুজা করনা কেন? সিরিয়ালে দেখায় সকালে মূর্তিপুজা করতে হয়!!
ওর মায়ের উত্তর: না মা, আমরা তো মুসলিম তাই পুজা করিনা, সিরিয়ারের ওরা হিন্দু তাই পুজা করে।
তৃষা: ওহ!
হোয়াট এ অবস্হা!! ছোট একটা মুসলিম বাচ্চাকে শেখানো হচ্ছে, আসলে আমরা মুসলমান বলেই মূর্তিপুজাটা আপাতত করতে পারছিনা। মেরুদন্ড ভেঙ্গে গেছে আমাদের তাই আমরা হিন্দু কালচার আর মূর্তির সামনে মাথা নত করে বসে আছি।
বিষয়: বিবিধ
১৭২১ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে এর প্রকৃত জ্ঞান আল্লাহরই কাছে ।
ওর মা জিজ্ঞাসা করছে তুমি কি করো?
মেয়েটা বলছে: গাছের কাছে প্রে করি, দেখনা কোন বিপদ হলে গাছের কাছে প্রে করতে হয়?
(ঘটান কাল্পনিক নয় বাস্তব সত্য)
এই হচ্ছে অবস্তা। শুনলাম চ্যানেলগুলা নাকি বন্ধ করেদিবে? কই কিছুইতো করলো না
মন্তব্য করতে লগইন করুন