আল্লামা (নিকৃষ্ট) শামীম মোহাম্মদ আফজাল সাহেব এবং তার সাগরেদদেরকে ধন্যবাদ

লিখেছেন লিখেছেন বুলেট ০৫ মার্চ, ২০১৩, ০৫:১৮:২৭ বিকাল



প্রথমে প্রশ্ন করতে চাই আপনি কোন মাদ্রাসার ছাত্র ছিলেন? আপনাদের থিউরিতে মাদ্রাসায় না পড়লে নাকি আলেম হওয়া যায়না। তাহলে বলুনতো যেসব দেশে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু আছে অর্থাৎ স্কুল, কলে্জ, ইউনিভার্সিটিতেই সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার ব্যবস্থা আছে সে সব দেশে কি আলেম নাই। বিশ্বের ইসলাম চর্চার প্রাণ কেন্দ্র আল-আজহার ইউনিভার্সিটি, মাদীনা ইউনিভার্সিটি তে যারা শিক্ষা গ্রহণ করে তারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম বলেই বিবেচিত হয়। কিন্তু মুর্খ শামীম আফজা্লদের নিকট তারা আলেম নন। কুয়োর ব্যাঙদের অবস্থা যা হয়। তার সম্পর্কে আলেম সমাজের অভিমত কখনোই ভালো ছিলোনা। সরকারের পদলেহন করে এই সকল মুনাফিক সম্প্রদায় যুগে যুগে ইসলামের লেবাস ধারণ করে মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। কুরআনের তাফসীর করতে হলে principle of Tafsir অনুযায়ী কমপক্ষে ৭টি শাস্ত্রের উপর দক্ষতা থাকা প্রয়োজন। নাহু, সরফ, বালাগাত, নাসেখ-মানসুখ……

কিন্তু শামীম সাহেব আপনারা প্রথম ধাপেই ফেল করে চিতপটাং। আজ ০৫.০৩.২০১৩ মঙ্গলবার বেলা ২.০৫ মিনিটে রেডিও সম্ভবত ১০৬. তে ‘সারাদেশের সামগ্রিক পরিস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ইসলামের অপব্যাখ্যা রোধ’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠানে অপর একজন বিতর্কিত ব্যক্তির সমালোচনা করতে গিয়ে যে আয়াত গুলি রেফারেন্স দিয়েছেন তার সবগুলি খেয়াল করে শুনতে পারিনি তবে সুরা বাকারার ১১৪ নং আয়াতটির তেলাওয়াত শুনে আমি হতবাক। ইলমে সরফ সম্পর্কে ন্যুনতম জ্ঞান থাকলে ওই ভুল হওয়ার কথা না।আর তারা যে আয়াত হাদীস গুলি বলেছেন তার একটিও শেষ করেননি। এক শাগরেদ আবার বাহাদুরী দেখাতে গিয়ে একটা হাদীস বলতে গিয়ে ভুল তো করলেনই সেই সাথে বললেন এটি বুখারী শরীফের …নং আয়াত। কত বড় অপদার্থ।মওদুদী সাহেবের যে ভুল গুলি আপনারা দেখতে পেলেন আমিও মানি সেগুলি ভুল, কিন্তু তিনি অর্থনীতি, সমাজনীতি, জন্ম নিয়ন্ত্রন সহ হাজারো দুর্বোধ্য বিষয়ের উপর অজস্র বই লিখেছেন তা কি আপনারা কখনো পড়ে দেখেছেন? কুয়োর ব্যাঙের দল কুয়া থেকে বের হয়ে আসুন। কুরআনের একটি অংশকে মানবেন আর কঠিন বলে অপরটি বাদ দিবেন তা কি করে হয়! নামাজ যেমন ফরজ, তেমনি আমর বিল মারুফ- নাহি আনিল মুনকার ও ফরজ। সরকারের আশ্রয়ে থেকে আস্ফালন করার দিন শেষ, এখনো সময় আছে তাওবা করে উলামায়ে কিরামের দলে চলে আসুন আপনাকে যথাযথ সম্মান প্রদান করা হবে। আর যদি বাতিলের সাথে আপোষ করে মজা পান তাহলে দুনিয়া ও আখিরাতের মহা শাস্তির জন্য প্রস্তুত থাকুন।

বিষয়: বিবিধ

১৬৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File