অনুভূতি

লিখেছেন লিখেছেন বুলেট ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:২৩:০৯ সকাল

স্বপ্ন দেখি আমি, ঘুমে জেগে আবার চলতে চলতে ও

সবুজ শ্যামল এ মাটির বুকে আচড় কেটে আঁকি

সেই স্বপ্নের ছবি গুলি,

কখনো দেখবে আমায় কপোতাক্ষের তীর ধরে

আনমনে চলেছি একেলা, কোথায়? কে জানে

জানিনা কোথায় এ চলার শেষ

রাতে, গোরস্থানের শেয়ালগুলো

বড্ড বেশি চেচায়, তার সাথে আবার ঝিঝি পোকা,

পুর্ণিমার পরের দিনগুলিতে

যখন তিরিশ পেরোনো গ্রাম্য নারীর

ক্ষয়িষ্ণু যৌবনের মত

শেষ হইয়াও হইলনা শেষ চাঁদখানা,

তার মলিন আলোয় একটু হলেও মুগ্ধ করে

যখন রাতের তৃতীয় প্রহরে উকি দেয়; মৃদু আলোর

চেরাগ হাতে সন্তর্পণে হেটে আসা তরুণীর মত।

রাতের এই রুপসুধাটি পান করার জন্য

সারাটি মাস অপেক্ষায় থাকি

শুধু তোমার চুড়ির রিনিঝিনি, নুপুরের নিক্কণ, রেশমী শাড়ির খসখস শব্দ শোনার জন্য

শেষ প্রহরে যখন তুমি সখিদের সাথে নেমে আসতে

পশ্চিমের খেজুর গাছের পাশ দিয়ে

সাদা ডানাদুটি মেলে;

কি কারণে তুমি অভিমান করেছিলে জানিনা, তুমিও বলোনি

তোমার কোমল হাতে চুলে বিলি কেটে নেয়ার জন্য আজো উতলা হয় মন।

শুধু অনুরোধ, আর একটিবার এসো

আমি বেধে রাখবো তোমায় সেই সুতা দিয়ে

যা কখনো ছিড়বেনা।

বিষয়: সাহিত্য

১১৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File