“অযুত স্বপ্নের মৃত্যু”

লিখেছেন লিখেছেন বুলেট ২৮ এপ্রিল, ২০১৩, ১০:১৬:৪৩ রাত



আমি পরিবারের দুই ছেলের অন্যতম,

আমায় নিয়ে বাবা-মা’র কত্ত আশা...

বোনেরা তো আমার জন্য কতকিছু করে আর স্বপ্ন দেখে

আত্মীয় স্বজনেরাও

এমনকি কোনও কোনও মেয়েও হয়ত স্বপ্ন দেখতে অভ্যস্ত

একটি সুন্দর জীবনের স্বপ্ন।

তার মানে একজনের সাথে জড়িয়ে আছে হাজারটা জীবন

অযুত স্বপ্ন বাসা বাঁধে একজনকে ঘিরে

একজনের মুখপানে চেয়ে থাকে হাজারটা মুখ

....................................................

কিন্তু সময় তো আর থেমে থাকেনা

আর সময়ের সাথে সাথে ভাংতে থাকে স্বপ্ন, একটি দু’টি করে

হয়তো অযুত স্বপ্নের মাঝে দু’ একটি পূরণ হয়।

তাই বলে একমুহুর্তের জন্য সব স্বপ্ন ভেঙ্গে যাবে তা’ কি হয়?

রানা প্লাজার নিচে কত স্বপ্ন রাতারাতি চাপা পড়ে গুমরে কেঁদে

শেষ হয়ে যায়, অথবা আগুনে পুড়ে,

তাই তো মাঝে মাঝে মনে হয়

গরীবের আবার স্বপ্ন? এযে ঘোড়ারোগ বৈ আর কিছু নয়

আমাদের গায়ের রক্তে ওরা রাজপ্রাসাদের গাঁথুনি দেয়

আর আমরা শুধু স্বপ্ন দেখি , আমাদের জীবনে কখনো I hope আসেনা

শুধু I wish I were a king.

আমরা শুধু স্বপ্নকে সমাহিত করতে জানি

কংক্রিটের নিচে, ছাদের ধোঁয়ার কুণ্ডলীর মাঝে

পারিনা মায়ের আহাজারি থামিয়ে বলতে

এইযে মা আমি তোমার স্বপ্ন ফিরে এসেছি

সব স্বপ্নকে তোমার আঁচলে গুজে দিতে

পৃথিবীর সব আলো বাতাস তোমার পায়ের নিচে ফেলতে....

বিষয়: বিবিধ

১২২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File