'হে প্রশান্ত আত্মা '
লিখেছেন লিখেছেন উমমু_শাবাব ২৪ নভেম্বর, ২০১৫, ০৬:৪৭:০১ সকাল
বুকের ভেতরে হাজার শিশির জমে
তিলে তিলে কেন ফেনা হয়ে উবে যায়,
চারিদিকে যেন ধোঁয়াটে বিষের ছোঁয়া,
অন্ধকারে সাপেদের হিসহিস ,
শুদ্ধ বাতাসে নি:শ্বাস নিতে চাই,
কোথাওতো নেই! কোথায়, কোথায়? কোথায়!
এখনো বাতাসে স্বপ্নেরা পাখা মেলে,
রুদ্ধ কপাটে কারা যেন কড়া নাড়ে ,
প্রশান্ত বুকে ভোরের আকাশে দেখি ,
রক্তিম আলো দানাদানা ঝিলমিল ,
থেমে যায় সব হৃদয়ের তোলপাড় |
প্রতিশ্রুতিতো আগাম মিটিয়ে দেয়া !
~ ১১/২১/২০১৫
** তাদের কাছে ( তাদের মৃত্যুর সময় ) ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, ' তোমরা ভয় পেয়োনা, নিরাশ হয়োনা এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো | ইহকালে এবং পরকালের আমরা তোমাদের বন্ধু | সেখানে তোমাদের জন্যে রয়েছে যা তোমাদের মন চায় আর আর সেখানে তোমাদের জন্যে আছে যা কিছু তোমরা দাবী কর | এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সদর আপ্যায়ন| (সুরা ফুসসিলাত ৪১ :৩০ -৩২ )
**Inspiration from: '' Verily, those who say: "Our Lord is Allâh (Alone)," and then they stand firm, on them the angels will descend (at the time of their death) (saying): "Fear not, nor grieve! But receive the glad tidings of Paradise which you have been promised! (30) "We have been your friends in the life of this world and are (so) in the Hereafter. Therein you shall have (all) that your inner-selves desire, and therein you shall have (all) for which you ask. (31)" 41:30-31**
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন