তোমার কাছে পেৌঁছে যেন আনন্দে থাকে তারা
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১১ জুলাই, ২০১৫, ০১:৩৭:৪৮ দুপুর
যাকাতের কাপড় আনতে গিয়ে প্রাণ দিয়েছে যারা
সুখের দেখা পায়নি কখনো দুখেরা করেছে তাড়া।
একটি কাপড় গতরে তাই ছিলো না তাদের নাওয়া
কতদিন হয় পেটটি ভরে হয়নি তাদের খাওয়া!
দুর্বল গায়ে দুর্বল পায়ে গিয়েছে আনতে শাড়ী
সবল মানুষের গ্যাঁড়াকলে পড়ে অনন্তে দিয়েছে পাড়ি!
প্রভু!!
এত এত দুখ বিলিয়ে তুমি দিয়েছো যাদের হাতে
দাওনি কেনো এতটা শক্তি বেঁচে থাকে সংঘাতে।
তেমন কিছু চায়নি তারা চেয়েছে একটি শাড়ী
শাড়ীর বদলে লাশ হয়ে তারা ফিরেছে নিজের বাড়ি!
প্রভু,
সারাটা জীবন কষ্ট করে এমনি হারালো যারা
তোমার কাছে পেৌঁছে যেন আনন্দে থাকে তারা।
বিষয়: বিবিধ
১৪৯৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো অনেক ধন্যবাদ
তারা কি পারতো না সিরিয়াল মেইনটেইন করে কাপড় নিতে ? এসব ঘটনাতে যে প্রানহানী ঘটে এরা কি কখনও শুনেনি ?
যাকাতের কাপড় পেলে কি জান্নাতে যাওয়া কনফার্ম হয়ে যেত ?
আপনি রাগ ঝেড়েছেন গিয়া মরা মহিলাদের উপরে!
যে নারীর শাড়ি নেই তার জন্য শাড়ী যেমন গুরুত্বপূর্ণ , ঠিক তেমন গুরুত্বপূর্ণ বিদেশে যেতে প্রস্রাব খেয়ে হলেও।
যে শাড়ী দেওয়া হয়েছে তার দাম ১৫০-২০০ টাকার বেশী হবার কথা না এবং এটা বছরে একবারই দেওয়া হয় ।
ঐসব নারীরা কি বছরে এরকম দু তিনটা শাড়ী কেনার সামর্থ্য রাখে না ? নুন্যতম পক্ষে বাসা বাড়িতে ঝি এর কাজ করলেও তো এরকম সমস্যা হবার কথা না ।
আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন ততক্ষন করেন না যতক্ষন না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয় ।
নিজে নিজে কোন কিছু না করে অন্যের দানের আশায় বসে থাকলে পরিস্থিতি এর চেয়ে ভাল হবার আশা করা উচিত না ।
আর ফিতরা দিতেন খাদ্য দিয়ে। যেন ঈদের দিন গরিব মানুষ না খেয়ে না থাকে।
আজব উল্টা মুসলিম আমরা।
আপনার কবিতা শুনদর হয়েছে। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন