কষ্ট এবং ক্ষমা (পীঠে কালো দাগ দেখে প্রশ্ন করার পর)
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২১ মে, ২০১৫, ০৪:৪৫:০৪ বিকাল
চাচাগো চাচা...
তোমার পীঠে এগুলো কী
ছোপ ছোপ কালো দাগ
থমকে দাঁড়িয়ে কেঁদে ফেলে চাচা
অশ্রুসজল অণুরাগ।
মাগো,
তোমার মতন এমন করে কেউ
জানতে চায়নি কষ্ট
কপালের লিখন পীঠে গিয়ে তাই
দাগ হয়েছে পষ্ট।
শিশুকালে আমি বাবা-মা হারাই
ছিলো না ঘর বাড়ি
যাকে ধরে আমি বাঁচতে চেয়েছি
সে-ই গিয়েছে ছাড়ি।
ছোটবেলা থেকে সেই যে কষ্ট
পিছু পিছু লেগে আছে
সুখের কথা শুনেছি বহুত
সুখ আসেনি কাছে।
তোমার কথায় সুখ পেয়েছি
এইটুকু থাক জমা
তারপরও প্রভুর কাছে
প্রতিদিন চাই ক্ষমা!
বিষয়: বিবিধ
১৮৩৭ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তারপরও আমি প্রভুর কাছে
প্রতিদিন চাই ক্ষমা!
নাম না পাল্টিয়ে কিসের কথা!
ছায়া হয়ে তবু পাশে রইবো
ধন্যবাদ।
কবিতাটি শুধু সুন্দর হয় নি, তাতে দারুণ মেসেজও রয়েছে।
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
এরখম সন্তানদেরকে ধরে
মন্তব্য করতে লগইন করুন