চাই তোমার করুণা ধারা
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৬ মে, ২০১৫, ১০:৪৩:০৮ সকাল
সাগরে ভাসে লাশ...
মানুষের সাথে মানুষেরা করে
নির্মম পরিহাস!
গহীন সাগরে বোটে ভেসে ভেসে
শত শত লোক যাবে কোন দেশে
ক্ষুধা নিয়ে তারা করে হাহাকার
কোথাও যাবার নেই অধিকার
সাগরের বুকে ছেলে মেয়ে নারী
ক্ষুধার জ্বালায় করে আহাজারি
যে-কুলে যায় খেয়েছে তাড়া
একুল ও কুল দু কুল হারা
নারী পুরুষ শিশুরা এখন
ডাকছে, দুহাত বাড়িয়ে
মানবতা কি বিশ্ব থেকে
নীরবে গিয়েছে হারিয়ে!!
প্রভু,
সবহারা এই মানুষের পিছে
মৃত্যুরা করে তাড়া
খুলে দাও প্রভু তাদের জন্য
তোমার করুণা ধারা!
বিষয়: বিবিধ
১৫০২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার করুণা ধারা!
আল্লাহই একমাত্র ভরসা।
মন্তব্য করতে লগইন করুন