শোধ হবে না কোনোভাবেই মায়ের যত ঋণ
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১০ মে, ২০১৫, ১২:৫৯:২৯ দুপুর
মাকে নিয়ে সুখের স্মৃতি অনেক অনেক আছে
আজকে যারা আনুষ্ঠানিক মাকে পাবে কাছে
হাতে দিবে ফুলের তোড়া মুখে দেবে খাবার
উপহারের প্যাকেট দিয়ে চুমুও খাবে আবার।
ভাবছি আমি তাদের নিয়ে, মা হারালো যারা
তাদের মনের কষ্ট দেখে শান্ত্বনা দেয় কারা
চোখের পানি টলোমলো কাঁদছে ঘরে বসে
মায়ের স্মৃতি খুঁজে মরে সারাটা বাড়ি চষে।
মা আছেরে যাদের ঘরে খোদার নেয়ামত
সব শিশুকে মা-ই প্রথম দেখায় সরল পথ।
যাদের ঘরে মা নাইরে তারাই কেবল বুঝে
সুখে দুখে, ঘরে-বাইরে মাকে বেড়ায় খুঁজে।
শোধ হবে না কোনোভাবেই মায়ের যত ঋণ
সুখে দুখে মাকে নিয়ে থাকবো চিরদিন।
বিষয়: বিবিধ
৯৫৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন