সাদা-কালো

লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৯ মে, ২০১৫, ১০:৫২:০৯ সকাল

সকালবেলা মনটা খারাপ, আজব রকম ব্যাপার

পাপিয়া নামের বউয়ের খবর ছাপিয়েছে পেপার।

গায়ের রং কালো বলে নানান অবহেলা

বউয়ের গায়ে আগুন দিয়ে শেষ করেছে খেলা।

কালো বলে আগুন তাকে দেয়নি ঠেলে দূরে

সাদা-কালো মানে না আগুন, শরীর গেছে পুড়ে।

গায়ের রংয়ে কী আসে যায় মনটা যদি ভালো

একটা ভালো মনই ঘরে জ্বালায় সুখের আলো

কালো বলে আগুনে পোড়াবে, সয়না কোনো মতে

সব অন্যায়ের কঠিন বিচার খোদার আদালতে।

বিষয়: বিবিধ

৯৫৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318999
০৯ মে ২০১৫ দুপুর ১২:১৫
আব্দুল গাফফার লিখেছেন : আহ! অনেক দিন পর ব্লগে আপনাকে দেখে ভালো লাগলেও ছড়াটি পড়ে মনটা খারাপ হয়ে গেলো।
১৮ মে ২০১৫ সকাল ১০:০৫
261812
কুশপুতুল লিখেছেন : Happy
319004
০৯ মে ২০১৫ দুপুর ১২:৫৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : কালো বলে আগুনে পোড়াবে, সয়না কোনো মতে
সব অন্যায়ের কঠিন বিচার খোদার আদালতে। এই দুটি লাইন খুবই ভালো লাগেছে! সত্যিই তাই! অনেক ধন্যবাদ আপনাকে........।
১৮ মে ২০১৫ সকাল ১০:০৫
261813
কুশপুতুল লিখেছেন : Good Luck
319032
০৯ মে ২০১৫ বিকাল ০৪:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এতদিন পর ব্লগে এসে শুধু নেগেটিভ কবিতা!!
১৮ মে ২০১৫ সকাল ১০:০৫
261815
কুশপুতুল লিখেছেন : Winking
319075
০৯ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
শেখের পোলা লিখেছেন : বরাবরের মতই সুন্দর হয়েছে৷ ধন্যবাদ৷
১৮ মে ২০১৫ সকাল ১০:০৫
261816
কুশপুতুল লিখেছেন : Happy>-

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File