‘ক্কুল ছানা ইন্তা তাইয়েব’
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০২ জানুয়ারি, ২০১৫, ০২:২৪:৪২ দুপুর
বছর আসে বছর যায়
থাকে স্মৃতিগুলো
সুখ-শান্তি বেঁচে থাক
কষ্টে পড়ুক ধুলো।
আমরা মানুষ সৃজনশীল
করব নতুন সৃষ্টি
করব লালন মনের ভেতর
দেশের সেরা কৃষ্টি।
ভাল থাকুক দেশটা আমার
অনেক অনেক ভালো
তাড়িয়ে দেবো পথের বাঁধা
তাড়িয়ে দেবো কালো।
আমরা যদি জেগে উঠি
উঠবে জেগে দেশ
স্বপ্নগুলো সফল করে
গড়ব বাংলাদেশ।
বিষয়: বিবিধ
১১৪৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চিন্তা করেন গা।
মন্তব্য করতে লগইন করুন