বিড়ালছানার কাণ্ড
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২২ ডিসেম্বর, ২০১৪, ০৬:০৬:২৫ সন্ধ্যা
ঠাণ্ডাজ্বরে সকাল বিকেল
ঠকর ঠকর কাশতাছি
বিড়ালছানার কাণ্ড দেখে
মুখ লুকিয়ে হাসতাছি।
শুতে গেলাম লেপের তলে
বসলে ওঠে কোলে
থাপড় দিলে রাগ দেখিয়ে
কাপড় ধরে ঝোলে।
বিষয়: বিবিধ
৯৭৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে ভাল্লাক্সে । ধন্যবাদ ।
কাশির কথা শুনে বিড়াল ছানাদেরও মন খারাপ!!
মন্তব্য করতে লগইন করুন