গাঁয়ের মানুষ নিয়ে আসুন গাঁয়ের মানুষ গড়ি
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৫ ডিসেম্বর, ২০১৪, ১২:৩৯:৫৭ দুপুর
আপনার যদি ইচ্ছে করে গাঁয়ের বাড়ি যেতে
কিম্বা যদি ইচ্ছে করে শীতের পিঠা খেতে
সাথে যদি ইচ্ছে করে কিছু একটা করি
গাঁয়ের মানুষ নিয়ে আসুন গাঁয়ের মানুষ গড়ি।
দেখুন গিয়ে গাঁয়ে
হাঁটছে খালি পায়ে
শীতের জামা সঙ্গে নিয়ে
সামনে গিয়ে ধরি।
তাও যদি না পারি
বলুন তাদের 'ব্যর্থ আমি
সরি সরি সরি!!!
বিষয়: বিবিধ
১৬৩৭ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিতের পিঠা আগে খেয়ে নিব অবশ্য!!!
কাপড় নিয়ে তাড়াতাড়ি গ্রামের বাড়ি যান।
খালি খাওয়া খাওয়া খাওয়া!
শুধু কি শীতে,
বর্ষাতেও ভেজে তাদের
বালিশ চাঁদর খাটে।
তাই তো বলি
যখনি চান্স হেল্পকরো তাদের,
___________>
আর পারি না
শুয়ে শুয়ে চিন্তা করেন গা। যান।
আর পারি না
আর পারি না
কিচ্ছু নাই আপনার?
আর পারি না
শীতের জামা বিতরণ করলে করবেন, না করলে নাই।
এত কিপটামি আমার ভাল লাগে না।
আপনি নাকি দুষ্টুমিতে অন্য সবার গুরু!
ভালো হয়েছে। তবে আরো ভালো করতে হবে। ;
আদেশ শিরোধার্য।
আপনি কি মাস্টার?
মন্তব্য করতে লগইন করুন