চুলোয় পড়ে মরো
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৩ ডিসেম্বর, ২০১৪, ০৫:০৬:২৯ বিকাল
ইঁদুর গেলো রান্না ঘরে
বিড়াল ছিল বসা
চোখ পড়েছে চোখে চোখে
হায়রে আজব দশা!
ইঁদুর বলে মামা তোমার
লেজটি নড়ে চড়ে
৯টি ছেলে মেয়ে আমার
ভুগছে কঠিন জ্বরে।
বিড়ালছানা মুচকি হেসে
বলল বাছা ধন
আজকে তোকে জ্যান্ত খাব
এই করেছি পণ।
ভাইরাল ফিভার, ধারে কাছে
আজকে যদি ধরো
বলবো আমি এরচে ভালো
চুলোয় পড়ে মরো।
বিষয়: বিবিধ
১১৭৩ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটাই তুমি জানো না?
তোমার মামা কাঁটা খেকো
ডাক্তারী তো পারে না।
বলছি আমি এবার শোনো
কুশপুতুলের কাছে যাও
তাঁর আছে ডাক্তার বিড়াল
জিন-পরী-ভূত তা-ও...
করছে পালাই পালাই
পরের লাইন পারি না...
করছে পালাই পালাই
তাই না দেখে কুশপুতুলের
ক্ষান্ত হলো বড়াই......
যেই শুনেছি মিঁও,
এক লাফেতে গর্তে ঢুঁকে,
বললে মামা জিও৷
মিঁউুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুু
ধন্যবাদ।
নিজস্ব সাবধানতা পরিহার করলে বিপদে পড়ার সমুহ সম্ভাবনা!
সুন্দর ছড়ায় ভাবনার আছে অনেক কিছু!!!
ইদুর বিড়াল দোস্তি পাতায়,
মানুষ পাতয় না কেন?
অনেক সুন্দর আর আমার প্রিয় বিড়ালের ছবি দেয়ার জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন