বাজি...

লিখেছেন লিখেছেন কুশপুতুল ১১ ডিসেম্বর, ২০১৪, ০২:১০:৫৩ দুপুর

তুমি যদি এই সকালে, এই পুকুরে নামতে পারো

এই যে দেখো মিষ্টিগুলান, সঙ্গে টাকা পাবে আরো

ডানে তাকায় বাঁয়ে তাকায়, চোখ পাকিয়ে হঠাৎ চুপ

হায় হায় হায় কাণ্ড একি, দুষ্টু ছেলে দিলই ডুব!!

ছিল যারা পুকুর পাড়ে, দিল সবাই জোরসে তালি

দুষ্টু ছেলে পাড়ে ওঠে, করছে বেদম গালাগালি

কী হয়েছে কী হয়েছে, পাবে তুমি মিষ্টি টাকা

কাঁপন দিয়ে বলল ছেলে, কানে পানি, আমায় ঝাকা।

বিষয়: বিবিধ

১০৩১ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

293354
১১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২৬
লজিকাল ভাইছা লিখেছেন : জটিল!! জটিল! হইছে। শীতের দিনে গোসলের সময় এমনই হয়।
অনেক অনেক ভালো লাগলো । ধন্যবাদ এবং লাল গোলাপ Rose Rose Rose Rose
১১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৩
237011
কুশপুতুল লিখেছেন : Good Luck (~~) Happy
293365
১১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৩
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : বাহঃ খুবই মৎকার। তোফা তোফা।
১১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৮
237014
কুশপুতুল লিখেছেন : তোফা তোফা কি??
293366
১১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৬
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : দুঃখিত। মৎকার না হয়ে চৎকার হবে।
১১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০০
237015
কুশপুতুল লিখেছেন : আপনি কী কইতাছেন? মাথা ঠিক নাই নাকি?
হিঃ হিঃ
১১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:০৩
237022
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : ঠান্ডায় জমে যাইতাছিলাম। ঠক ঠক কইরা কাঁপতাছিলাম। তাই চমৎকার কথাটা একবার চৎকার আর একবার মৎকার হইতেছিলো। আমি ঠান্ডা পুরোদমে খাইলেও আপনি কিন্তু মাইন্ড খাবেন না প্লিজ।
১১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১০
237023
কুশপুতুল লিখেছেন : ঠাণ্ডা পুকুরে ডান্ডা মেরে চুবাই দিমু রুশোকে
তার পরের লাইন পারলে মিলান, না পারলে নাই।
১১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৬
237043
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : "ঠাণ্ডা পুকুরে ডান্ডা মেরে চুবাই দিমু রুশোকে"-
ভাবতেই দেখি রুশো দিলো আঙগুল আমার দু'চোখে।
ছেড়ে দে মা কেঁদে বাঁচি-কুশপুতুলের কান্না।Crying
বলে কী? "যা বলেছেন ঠিকই ছিলো,
বলছি সরি! যান না"।Winking Tongue
১১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
237058
কুশপুতুল লিখেছেন : এহ, ধাক্কামেরে ফেলে দিয়ে দেৌড়ে যাব পালিয়ে, তখন?
১১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
237071
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এতদিনে আমার মসের মত একটা কথা বলেছেন ভাই রুশো!!! কুশপুতুল কে একটা মাইর দেয়া জরুরি।
১১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
237072
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : ধাক্কা মেরে পালিয়ে গিয়ে
ভাবছো তুমি বাঁচবে ফের!Rolling on the Floor
ভয়ে তুমি আছাড় খাবে,Worried
ধরে দুষ্টুমি করবো বের।Winking) Winking) Winking)
293369
১১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ওরে কেউ ধাক্কা দিয়ে ফালায়ে দিছে। নইলে সে নামতোই না। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
237055
কুশপুতুল লিখেছেন : নাম না পাল্টালে আপনার সাথে আমার কোন কথা নাই। বুঝেছেন এবার?
১১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
237067
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এটা কেমন ছেলেমানুষী পুতুল? আমি তো আমার পুতুলের হৃদয় জুড়ে আছি। তোমার হৃদয় জুড়ে আমি কেনো থাকবো? Sad
293371
১১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১৪
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : এইমাত্র পুকুর থেকে ডুব মেরে আসলাম......
হি..হি...হো...হো.. পানি ভেজা শীত ঠান্ডা....
১১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১০
237024
কুশপুতুল লিখেছেন : ১০ টাকা পাবেন।
293375
১১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩১
ছালসাবিল লিখেছেন : আপপু, পুকুরে কিভাবে লাফ দিতে হয় Sad
১১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১১
237025
কুশপুতুল লিখেছেন : আগে নাকটা টিপে ধরবেন। পরে লাফ দিবেন। পরে ডুব দিবেন। পরে লাফিয়ে পাড়ে এসে বকা দিবেন।
১১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৭
237046
ছালসাবিল লিখেছেন : ইয়া আপপু, Crying
ভয় পেলে কি কোরবে Sad গা মুছবে কি কোরে Sad ঠান্ডায়তো হাঁতপাঁ কাঁপবে Sad তাছাড়া সাতার কাটবে কি কোরে Sad
293430
১১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
ভিশু লিখেছেন : হা হা হা...খুব মজার তো! Angel
এবার কানে পানি গেলে অন্যরা কিভাবে ঝাঁকায় - সেই কবিতা বলুন তো, শুনি। আপনি সত্যিই অন্নেক গুনী, মাশাআল্লাহ।
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৮
237504
কুশপুতুল লিখেছেন : Surprised
293432
১১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই ঠান্ডায় মানুষ কে পুকুরে ফেলে মারা চেষ্টা!!!!
ঠোলা ঠোলা!!!
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৮
237505
কুশপুতুল লিখেছেন : Crying Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File