গর্বে মাথা তুলি
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১০ ডিসেম্বর, ২০১৪, ০৫:১১:৪৫ বিকাল
চোখের জলে তাড়িয়ে দিলেম
আমার চাওয়াগুলি
চলে গেলো স্বপ্ন আমার
উড়িয়ে পথের ধুলি।
হাওয়ার তোড়ে ভেসে ভেসে
ঘুরছে তারা দেশে দেশে
অনেক গিয়ে একটু দাঁড়ায়
গর্বে মাথা তুলি।
আসা-যাওয়ার পথে পথে
মিলছে না যে কোন মতে
দুঃখ-ব্যথা ভুলে গিয়ে
জাগে স্বপ্নগুলি!
বিষয়: বিবিধ
১০৯৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বপ্ন উড়ে বাতাশে
স্বপ্নের পিছু ছুটছি,
স্বপ্ন মিলায় হতাশে।
.
স্বপ্ন নিয়ে কল্প বনে
স্বপ্ন দেখি সুখের ঘর
স্বপ্ন দিয়ে স্বপ্ন বুনি
স্বপ্ন দেখি হবো তোর।
আপনার কবিতা ভালো লাগলো তাই আবেগ গলে কিছু কথা লিখেই ফেললাম।এ আপনার কবিতারই অবদান।
দারুন হাই ভোল্ট মার্কা কবিতা
সপ্ন গুলি জেগে গিয়ে রঙ্গিণ করছে মন
রঙ্গিন তালে নাচছে আবার আপন ভুবন।
গর্বে মাথা তুলি লজ্জা সরম ভুলি
আঁকিছে সপ্ন ভুবন মনের দরজা খুলি।
দেশে দেশে ঘুরে ঘুরে ফিরে এলো অবশেষে
আমার ভুবনের গহীণ সপ্ন দেশে।
অনেক গিয়ে একটু দাঁড়ায়ে
দেখিলো দুচোখের পর্দে সড়ায়ে।
আমি সেথা দাড়ায়ে তার ই বিরহে
কাদছি একা বসে করুণ নিগ্রহে।
ফিরিয়া আসিল তাই যেথা তার মন
মিলিলো, মিলায়ে দুজনের সপ্ন ভুবন। …................
আপু আপনার কবিতাটা সুন্দর হয়েছে, ভালো লাগলো...।
মন্তব্য করতে লগইন করুন