হিঃ হিঃ

লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৮ ডিসেম্বর, ২০১৪, ০২:০১:১১ দুপুর

হিঃ হিঃ

হাসতে গেলে ঠোঁট ফেটে যায়

বাঙ্গি ফাটা ঠোঁট

কোথায় পাবো সোনু কিরিম

দামের বেজায় চোট।

কোনটা আসল কোনটা নকল

কোনটা বলেন দেশী

চিন্তা করে মাটির প্রলেপ

দিলাম শেষাশেষি।

বিষয়: বিবিধ

১৪৭৪ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292347
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১৭
ছালসাবিল লিখেছেন : চিন্তা করে মাটির প্রলেপ
দিলাম শেষাশেষি। Rolling on the Floor Rolling on the Floor


ঠোঁট ফেঁটেছে বেশ হয়েছে, Frustrated
ফাঁটবে না বলেন কেন? Time Out
শীত আসেছে জানার পরেও, Surprised
প্রিকোশন নিলেন না কেন। Time Out Surprised

আপপু, আগের কবিতাটি কই Crying
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২১
235917
কুশপুতুল লিখেছেন : আমি এখন হাসি না, কাশি না
ঠোঁট চিমাইয়া রই
............
....
292352
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২০
দুষ্টু পোলা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Applause Applause
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২২
235920
কুশপুতুল লিখেছেন : Winking Crying
292357
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪০
প্রবাসী মজুমদার লিখেছেন : কবির ভাবনাগুলো অনেক ভেতরের এব
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৮
235930
কুশপুতুল লিখেছেন : কী??
292359
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪১
প্রবাসী মজুমদার লিখেছেন : কবির ভাবনাগুলো অনেক ভেতরের এবং সুন্দর। প্রশংসনীয়।

উত্তরটা কবিতার ভাষায় দেব ভাবছিলাম। কিন্তু অফিসের কাজে বের হয়ে গেলাম। আর হলনা।
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১১
235932
কুশপুতুল লিখেছেন : কবিতার ভাষায় জবাব দিও
কবিতা প্রাণের ভাষা
কবিতার মাঝে লুকিয়ে থাকে
বেঁচে থাকার আশা।

292374
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠোট বন্ধ রাখলেই হয়!!!
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১০
235944
কুশপুতুল লিখেছেন : হায়রে সবুজ হায়রে অবুজ
কথা বলুম ক্যামনে?
হেহ?
292383
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৮
হতভাগা লিখেছেন :





স্বদেশী পন্য , কিনে হউন ধন্য
দুটৈ বেচারী কুশপুতুলের জন্য

দামটাও বেশী নয় হাতের নাগালে
ঠোঁট ফাঁটা চলে যাবে ঠিক মত লাগালে

বিষয়টা ঝামেলার ভুক্তভোগীই জানে
বিয়ের এই মৌসুমে তা ঝামেলা ডেকে আনে

০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১২
235946
কুশপুতুল লিখেছেন : এই তো দিলেন
মেরিলের এ্যাড
আপনি বোধয়
বেচাকেনার হেড

আসল কি না নকল আগে বলেন
টেস্ট করামু, সঙ্গে আমার চলেন।
292385
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৯
ইবনে হাসেম লিখেছেন : এই কবিতাটা পাশ দিলাম না। কারণ আশানুরূপ হয়নি....
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১৪
235947
কুশপুতুল লিখেছেন : পাস ফেলের চিন্তা করে
যায় না লেখা ছড়া
পাশ না দিলে নাই...
292398
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:০০
Sada Kalo Mon লিখেছেন : “ঠোঁট ফাটা দুর করুন ১ মিনিটেই......”
এই রকম অনেক এড আছে, যেকোন একটা ফলো করতে পারেন! কাজ হলেও হতে পারে.... Tongue Happy]
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১৭
235948
কুশপুতুল লিখেছেন : মনটা যেমন সাদা-কালো
কথা্ও সাদা কালা
কারো কথায় কান দিমুনা
কালে দিলাম তালা।
292402
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:০৯
মোস্তফা সোহলে লিখেছেন : অনেক মজার হইছে
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১৮
235949
কুশপুতুল লিখেছেন : সোহেল ভাই কইসে...
১০
292407
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সোনু কিরিম কি আফা? Thinking Thinking
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১৯
235950
কুশপুতুল লিখেছেন : আপনার নাম কী?
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২৮
235951
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১
292414
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৩
ভিশু লিখেছেন : আপনার লেখাগুলোর ইস্যু এত্তো সাধারণ, সাম্প্রতিক, প্রাসঙ্গিক এবং সময়োপযোগী...অথচ, উপস্থাপনাগুলো খুবি চমৎকার। খুব ভালো লাগ্লো...Happy Good Luck মাথায়, হাতে-পায়ে-গায়ে ভুত ধরা ছাড়া কি সম্ভব? Chatterbox Day Dreaming
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৪
235957
কুশপুতুল লিখেছেন : ভূতে কি আর এমনিতেই ধরে?
ভূ ত আছে সবার ঘরে ঘরে।


ধন্যবাদ।
১২
292417
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৮
পুস্পগন্ধা লিখেছেন : বিদেশী পণ্যে স্বদেশী ভেজাল
স্বদেশী পণ্যের গুণে অকাল।
ফাটা ঠোটের রক্তিম হাসি
চেপেতো থাকেনা শীতের কাশি।
যাই হোক একটা কিছু দিয়ে পাড় পান
চাইলে মাখিয়ে দেখেন স্বদেশী সাবান।
তারপর মাখিয়ে নিন কোন ময়েশচারাইজার
ঠিক হবে আশা করি ঠোটের আকার।
দিয়ে যান তারপর যত হাসি কাশি
তাল মিলাবে ঠোট মন রাশি রাশি.................
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৭
235962
কুশপুতুল লিখেছেন : পুষ্পগন্ধা সাবান নাকি আছে
পেতাম যদি তাকে হাতের কাছে
নাকের ডগায় রেখেই তারে গন্ধ নিতাম টেনে
হাতে ধরি আপু তুমি দাও না সাবান এনে!
১৩
292438
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:২৪
পুস্পগন্ধা লিখেছেন : হ্যা হ্যা হ্যা আপু আমিতো হাসতে পারি
দেখা যাক আপনার জন্য কি করতে পারি।
একটা সাবান নাহয় দিলাম কিনে
তাই দিয়ে বাধা যদি পড়েন বাধনে।
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৩১
235972
কুশপুতুল লিখেছেন : আপু তোমার বন্ধনে
বাধা পড়ে গেলাম
পুষ্টগন্ধা সাবানের
গন্ধটুকু পেলাম।
১৪
292604
০৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:৪৫
এবেলা ওবেলা লিখেছেন : আসল - নকল - দামী নিয়ে ভাবনার প্রতিছবি নিয়ে সকলের মনে ভাবনার উদয় গঠালেন -- একটি শব্দ চমৎকার - চালিয়ে যান এই কামনা রহিল-

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File