সুফির বাপ!!
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৭ ডিসেম্বর, ২০১৪, ১২:১৯:১১ দুপুর
সুফির বাপে দুদিন ধরে, করছে আবোল-তাবোল
ডাবের পানি ফল-ফরারি, খাচ্ছে ডাবল-ডাবল
কিন্তু তাতে ফল হল না, মেজাজ দেখায় চড়া
ভাবনা সবার সুফির বাপের, এখন কী যায় করা?
হনহনিয়ে বৈদ্য এলো, চলছে মন্ত্র-ঝাড়ি
নিমের ডালা, পুরান জুতা, পুরান ঝাড়ুর বাড়ি।
মরিচের গুঁড়ো নাকে দিয়ে, আঙুলে দেয় ডলা
চিঁ চিঁ করে সুফির বাপের, হায়রে কথা বলা!
হঠাৎ করে সুফির বাপে, ধরল গিয়ে টুটি
বৈদ্য বলে করেন একি, আমি এখন উঠি।
ধান্ধাবাজির পা্ওনা জাগা, পাইছি তোরে বাগে
সুফির বাপের কিলের ঠেলায়, বৈদ্য গেল ভেগে।
কী হয়েছে বৈদ্য মশাই, রক্তে নদানদী
সুফির বাপে এমন ভূত, জানতাম আগে যদি
তাহলে তো পা ফেলি না, সুফির বাপের ঘরে
এই যে দেখেন ভুগছি আমি, হাই পা্ওয়ারের জ্বরে!
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দারররুন ওয়াও কবিতার প্রেমে পড়ে গেছি মনেহচ্ছে
আপপপু কি কখনো কবিতা লিখে প্রাইজ পেয়েছেন
আপনার সাথে আমার কোন কথা নাই।
তাই তো তোমার নেই জুড়ি
হাজার পথঘাট ঘুরে
থাকতে পারলাম না তার হৃদয় জুড়ে
অনেক ধন্যবাদ
আপনি যে নিমছা হাসি দেন, তখন?
ভবিষ্যত বাণী - কবি হিসেবে খ্যাতির প্রচুর সম্ভাবনা আছে যদি লেগে থাকা যায়। পল্লী কবি হিসেবে কলমটা বেশী পাকা।
সমস্যা- মাঝে মাঝে হারিয়ে যায়। অনিয়মানুবর্তিতা কবি হিসেবে খ্যাতি পাওয়ার পথে বড় বাধা।
পারিবারিক - যারা পারিবারিক ভাকে পোড় খাওয়া জীবনকে খুব কাছ থেকে দেখেছে,জীবনে অতৃ্প্ততা আর কঠিন অভিজ্ঞতা হৃদয়কে নাড়া দেয়, তারাই মনের খুব অসহ্য কষ্টগুলোর বহিপ্রকাশ ঘটাতে গিয়ে এমন কবিতা লিখতে পারে। কবি কুশপুতুল তাদেরই একজন।
বাসী হলে বুঝবে দাদার কথাগুলোযে কতটা সত্য ছিল।
বাসি হবে কেন? টাটকা বুঝে নিলাম।
জীবনকে জীবন দিয়ে অনুভব করছি।
আর কষ্টকে কষ্ট করে উপভোগ করছি।
আপনার কথা আমার মনে রইল।
আপনাকে ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন